'তুমি এখন আমার অংশ', রাজের জন্মদিনে আদরমাখা চুমু, উত্তাল ভালবাসায় মাতলেন শুভশ্রী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শুভ জন্মদিন রাজ চক্রবর্তী
advertisement
1/5

আজ রাজ চক্রবর্তীর জন্মদিন। সকাল সকাল স্বামীকে উষ্ণতায় ভরা শুভেচ্ছা রাজ-ঘরণী শুভশ্রীর।
advertisement
2/5
ছবিটি পোস্ট করে শুভশ্রী লেখেন, কোনও কারণ ছাড়াই তোমার হাত ধরে থাকতে ভাললাগে। তোমার চোখে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি।
advertisement
3/5
শুভশ্রী আরও লেখেন, '' ধন্যবাদ ভগবান, তুমি এরকম একটা মানুষ বানিয়েছ, যে এখন আমারও অংশ। জীবনের প্রতিটি সেকেন্ড, মিনিটে অনুভব করি, তোমাকে কতটা ভালবাসি।''
advertisement
4/5
ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে রাজ-কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শুভশ্রী। ছবিতে সম্পূর্ণ রাজকে দেখা যায় না... স্পষ্ট শুধু দু'হাট, জড়িয়ে রয়েছেন শুভশ্রীকে। চরম আবেগ-ভালবাসায় রাজের হাতে চুমু খাচ্ছেন শুভশ্রী।
advertisement
5/5
বর্ষবরণের রাতেও প্রকাশ্যে আসে রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ মুহুর্ত । ২০১৯-এর শেষদিন একসঙ্গে পার্টি করলেন রাজশ্রী। পার্টির ফাঁকে এক অপরের ঠোঁটে ঠোঁট রেখে ২০২০-কে স্বাগত জানালেন রাজ-শুভশ্রী।