Raj-Subhashree: বাড়িতে নেই অনেকদিন, রাজের আদর-ছোঁয়া-হাসি মিস করছে শুভশ্রী-ইউভান, রইল তাঁদের খোলা চিঠি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
রাজ এ বারে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তাঁর বিপরীতে লড়বেন বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্ল। তিনি প্রয়াত মনীশ শুক্লর বাবা।
advertisement
1/8

*রাজ চক্রবর্তী যে আদ্যপান্ত ফ্যামিলি ম্যান। এ কথা বলার অবকাশ নেই। বিয়ের পর থেকে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং সেপ্টেম্বরে ছেলে হওয়ার পর থেকে হেন কোনও সোশ্যাল পোস্ট তাঁর নেই, যেখানে দু'জনের কাউকে দেখা যায়নি। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/8
*রাজ এ বারে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তাঁর বিপরীতে লড়বেন বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্ল। তিনি প্রয়াত মনীশ শুক্লর বাবা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/8
*অর্জুন সিংয়ের গড়ে এ বারে শাসক দলের লড়াই কঠিন। সেই কেন্দ্রে তাই জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর ওপরে ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/8
*সামনেই ভোট। শেষ মুহূর্তের প্রচার চলছে জড়কদমে। স্বাভাবিকভাবেই নির্বাচনী কাজে কলকাতার বাইরে থাকতে হচ্ছে রাজকে। যদিও হালিশহরে রাজের আদি বাড়ি হওয়ায় সেখানেই থাকছেন তিনি। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/8
*তবে এতদিন বাড়িতে না থাকায় মন খারাপ শুভশ্রীর। ইনভানও মিস করছে বাবাকে। চারিদিকে সে খুঁজে বেড়াচ্ছে রাজকে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/8
*এমতাবস্থায় মঙ্গলবার সকাল সকাল রাজকে সোশ্যাল হ্যান্ডেলে একটি খোল চিঠি লেখেন শুভশ্রী। সেখানে তিনি নিজে এবং ছোট্ট ইউভান বাবাকে কতটা মিস করছে, সেটাই তুলে ধরেছেন রাজ এবং ইউভানের দুটি ছবি দিয়ে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
7/8
*শুভশ্রী লেখেন, "Missing your dance , your lullabies, your craziness, your cuddles, your touch, actually everything😌 we love you like anything our hero @rajchoco our jaan , our love ❤️/ Yuvaan n mamma" ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*শুভশ্রী ইংরাজীতে যা লিখেছেন তাঁর বাংলা করলে হয়, "তোমার নাচ, তোমার গাওয়া ঘুম পাড়ানি গান, তোমার পাগলামি, তোমার আদর, তোমার ছোঁয়া, আসলেই তোমাকে আমরা খুব মিস করছি। আমাদের হিরো, আমাদের জান, আমাদের ভালবাসা...তোমাকে সব সময় সব কিছুতে মিস করছি। ইউভান এমং মাম্মা।" ছবিঃ ইনস্টাগ্রাম।