'এটা আমার দ্বিতীয় সন্তান'...শ্রাবন্তীর নতুন পদক্ষেপ, সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে চাইলেন আশীর্বাদ! দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পরিবারিক এসব সমস্যার মধ্যে শ্রাবন্তীর ছেলে ঝুনিক সোশ্যাল মিডিয়ায় লিখে দেন যে আর কিছুদিনের মধ্যে আসবে বড় খবর৷
advertisement
1/7

•নতুনভাবে পথ চলা শুরু করলেন অভিনেত্রী শ্রাবন্তী৷ তিনি অসম্ভব গ্ল্যামারাস, ভাল অভিনেত্রী৷ ছবিতেই তাঁর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে৷ বাংলা ছবির সেরা নায়িকাদের মধ্যে তিনি অন্যতম৷ ইদানিং আবার ব্যক্তিগত জীবনের কারণে তিনি উঠে এসেছে শিরোনামে৷ তার মধ্যেই শ্রাবন্তীর বড় ঘোষণা, যা জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় চেয়ে নিলেন সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা৷
advertisement
2/7
•নতুনভাবে পথ চলা শুরু করলেন অভিনেত্রী শ্রাবন্তী৷ তিনি অসম্ভব গ্ল্যামারাস, ভাল অভিনেত্রী৷ ছবিতেই তাঁর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে৷ বাংলা ছবির সেরা নায়িকাদের মধ্যে তিনি অন্যতম৷ ইদানিং আবার ব্যক্তিগত জীবনের কারণে তিনি উঠে এসেছে শিরোনামে৷ তার মধ্যেই শ্রাবন্তীর বড় ঘোষণা, যা জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় চেয়ে নিলেন সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা৷
advertisement
3/7
•বারবার যেন এটাই বুঝিয়ে দিচ্ছে যে, এখনও সমাজে মহিলাদের কতটা অসম্মানিত হতে হয়৷ কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের পরও ব্যক্তিগত জীবনই বড় হয়ে দাঁড়ায় মহিলাদের ক্ষেত্রে৷ শ্রাবন্তীকেও সেই ভাবে পড়তে হচ্ছে নানা রকম গুঞ্জনের মুখে৷
advertisement
4/7
•এর আগে, খুবই কম বয়সে তাঁর বিয়ে হয় পরিচালক রাজীবের সঙ্গে৷ সেই বিয়ে ভাঙে৷ সন্তানকে নিজের কাছে রাখেন শ্রাবন্তী৷ তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী ৷ বিয়েও করেন ৷ সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায়৷ কৃষ্ণবিরাজকে ডিভোর্স দেন ৷
advertisement
5/7
•আর তারপর রোশন সিংয়ের সঙ্গে আলাপ, প্রেম ও জমজমাট বিয়ের অনুষ্ঠান ৷ সবকিছু চলছিল ভালই, হঠাৎ দু’জনের মধ্যে কী এমন হল যে তাঁরা একে অপরকে ছেড়ে থাকতে শুরু করলেন, তা এখনও জানা যায়নি৷
advertisement
6/7
•পরিবারিক এসব সমস্যার মধ্যে শ্রাবন্তীর ছেলে ঝুনিক সোশ্যাল মিডিয়ায় লিখে দেন যে আর কিছুদিনের মধ্যে আসবে বড় খবর৷ সেই মতো শ্রাবন্তীও জানালেন তাঁর দ্বিতীয় সন্তানরুপী ফিটনেস এমপায়ারের কথা৷ তিনি খুলে ফেললেন জিম৷ এবং এভাবে ব্যবসায়ী শ্রাবন্তীর নতুন ইনিংস শুরু হল৷
advertisement
7/7
•তাঁর বর্তমান স্বামী রোশন ফিটনেস ফ্রিক৷ তাঁর সঙ্গে থেকেই ফিটনেস নিয়ে বিশেষভাবে সচেতন হয়েছেন শ্রাবন্তী৷ তাই নতুন সম্পর্কের সঙ্গে নতুন উদ্যোগও নিয়ে ফেললেন তিনি৷ নিজেই ঘোষণা করলেন সেই কথা৷ জীবনে নতুন অধ্যয়ের জন্য চাইলেন সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা৷