মা হওয়ার পর সেই মারকাটারি ফিগার আর নেই! বেবি ফ্যাটের ছবি পোস্ট করলেন পূজা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
করোনা পরিস্থিতি কেটে গেলে সন্তান কোলে নিয়েই সম্ভবত বিয়ের পিঁড়িতে বসবেন পূজা আর কুণাল ।
advertisement
1/6

• সদ্যই মা হয়েছেন বলিউড\টলিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সদ্যোজাতর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/6
• নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ৬ দিনের ছেলের ছবি শেয়ার করেন পূজা। স্বামী কুণাল ভর্মার সঙ্গেই হাসপাতালের কেবিনে পোজ দিতে দেখা যায় বাঙালি অভিনেত্রীকে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/6
• গত ৯ অক্টোবর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পূজা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১২ বছরের প্রেমের সম্পর্ক ছিল পূজা এবং কুণালের। এরপর ২০১৭-র ১৬ অগাস্ট পূজা এবং কুণালের এনগেজমেন্ট হয়। এরপর ২০২০-র ১৫ এপ্রিলে সামাজিক নিয়মে বিয়ের কথা ছিল। কিন্তু করোনার জন্য তা হয়নি। তবে সেদিনই রেজিস্ট্রি করে নেন তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/6
advertisement
5/6
• বিয়ের পর এবং মা হওয়ার পর এই প্রথমবার করবা চৌথের ব্রত পালন করলেন পূজা বন্দ্যোপাধ্যায়। সারাদিন উপোস থেকে পুজো করলেন, রাতে চাঁদ দেখার পর তবেই জলপান করলেন৷ ইনস্টাগ্রামে লাল শাড়ি পরে, নতুন বউ সেজে ছবি পোস্ট করে সবার নজর কাড়লেন পূজা ৷ ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/6
• তবে পূজার শরীর থেকে এখনও বেবি ফ্যাট যায়নি । সদগ্য মায়ের শরীরে নানারকম শারীরিক পরিবর্তন হতে থাকে এই সময় । সেই মারকাটারি ফিগার নাই বা থাকল, প্রত্যেক মা তাঁর নিজস্ব রূপেই সুন্দর । সম্প্রতি এই ছবিটি পোস্ট করেছেন পূজা । ছবি: ইনস্টাগ্রাম।