TRENDING:

Koneenica Banerjee: মেয়ে কিয়ার ২ বছরের জন্মদিন যেভাবে পালন করলেন অভিনেত্রী কনীনিকা, রইল ছবি

Last Updated:
অভিনেত্রী কনীনিকা অনেকটা সময় মেয়ের পিছনে কাটাতে পছন্দ করেন৷
advertisement
1/7
মেয়ে কিয়ার ২ বছরের জন্মদিন যেভাবে পালন করলেন অভিনেত্রী কনীনিকা, রইল ছবি
*ছোট্ট কিয়ার জন্মদিন পালন করলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়৷ মেয়ে কিয়া পা দিল ২ বছরে৷ দেখতে দেখতেই যেন যেন কেটে যাচ্ছে সময়৷ বাড়িতেই কাছের মানুষজনের সঙ্গে হল সেলিব্রেশন৷
advertisement
2/7
*হাল্কা গোলাপি ফ্যান্সি ড্রেস ও মাথায় ঝলমলে মুকুটে একেবারে রাজকন্যার মতো সেজে উঠেছিল কনীর কন্যা কিয়া৷ ছোট্ট করেই হল অনুষ্ঠান৷ কেক কাটা, সঙ্গে খাওয়া দাওয়া৷
advertisement
3/7
*ছোট মেয়ে রূপকথার জগতে থাকতে ভালবাসে৷ আসলে ছোটবেলায় যেমন হয়, রাজা-রানির গল্পই যেন তাদের কাছে সব৷ তাই তো পুতুল তার ভারী পছন্দের৷ এবং সেটা অবশ্যই হতে হবে প্রিন্সেস৷
advertisement
4/7
*জন্মদিনে এই কথা মাথায় রেখে হয়েছিল আয়োজন৷ দাদু-দিদার বাড়িতে যে জন্মদিনের আয়োজন হয়েছিল, সেই কেকের উপর ছিল এক রাজকন্যার পুতুল! এই বিশেষ সময়ের কথা মাথায় রেখে সেই রাজকন্যার মুখেও ছিল মাস্ক!
advertisement
5/7
*অভিনেত্রী কনীনিকা অনেকটা সময় মেয়ের পিছনে কাটাতে পছন্দ করেন৷ তাই তো কাজের পরিমাণ তিনি কিছুটা কমিয়েছেন৷ আপাতত লকডাউনে তিনি শুরু করেছেন তাঁর অনলাইন ওয়ার্কশপ৷ অনলাইনেই সামার ক্যাম্প শুরু করেছেন তিনি৷ যেখানে অংশ নিচ্ছেন বহু খুদে৷ পশ্চিম বাংলা তো বটেই, দেশের অনেক জায়গা থেকেই তাঁর এই ওয়ার্কশপে যোগ দিয়েছেন অনেকে৷
advertisement
6/7
*বাড়িও সেজে উঠেছিল রঙিন বেলুনে৷
advertisement
7/7
*অভিনেত্রী কনীনিকা অনেকটা সময় মেয়ের পিছনে কাটাতে পছন্দ করেন৷ তাই তো কাজের পরিমাণ তিনি কিছুটা কমিয়েছেন৷ আপাতত লকডাউনে তিনি শুরু করেছেন তাঁর অনলাইন ওয়ার্কশপ৷ অনলাইনেই সামার ক্যাম্প শুরু করেছেন তিনি৷ যেখানে অংশ নিচ্ছেন বহু খুদে৷ পশ্চিম বাংলা তো বটেই, দেশের অনেক জায়গা থেকেই তাঁর এই ওয়ার্কশপে যোগ দিয়েছেন অনেকে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Koneenica Banerjee: মেয়ে কিয়ার ২ বছরের জন্মদিন যেভাবে পালন করলেন অভিনেত্রী কনীনিকা, রইল ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল