Shovan-Sohini Marriage: জল্পনার অবসান! সাতপাকে বাঁধা পড়ছেন সোহিনী-শোভন! কবে সেই শুভ দিন? কোথায় বসছে বিয়ের আসর?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Shovan-Sohini Marriage: সূত্রের খবর, ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়ছেন সোহিনী সরকার আর শোভন গঙ্গোপাধ্যায়। শহর থেকে কিছুটা দূরে একটা ফার্ম হাউজে অনুষ্ঠান হবে।
advertisement
1/5

ফের বিয়ের তোড়জোড় টলিপাড়ায়। সাতপাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী সোহিনী সরকার আর গায়ক শোভন গঙ্গোপাধ্যায়।
advertisement
2/5
সূত্রের খবর, ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়ছেন সোহিনী সরকার আর শোভন গঙ্গোপাধ্যায়। শহর থেকে কিছুটা দূরে একটা ফার্ম হাউজে অনুষ্ঠান হবে।
advertisement
3/5
বিয়ের আগের দিন, ১৪ জুলাই ব্যাচেলার্স পার্টির কথা শোনা যাচ্ছে। পর দিন সকালে কিছু অনুষ্ঠান আছে। তারপর রেজিস্ট্রি ম্যারেজ। পরিবারের মানুষ আর কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।
advertisement
4/5
সূত্রের খবর, সোহিনী লাল বেনারসি শাড়ি পরবেন এবং শোভন ধুতি-কুর্তা পরবেন। বিয়ের দিন মেনুতে থাকছে মাছ এবং মটন। থাকছে না বিরিয়ানি। চলতি বছর, শীতে ইন্ডাস্ট্রির সকলের জন্য একটি পার্টি আয়োজন করা হবে বলে খবর।
advertisement
5/5
গত বছর থেকেই টলিপাড়ায় খবর, প্রেম করছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং নায়িকা সোহিনী সরকার প্রেম করছেন। যদিও দুই তারকার কেউই এই ব্যাপারে বিশেষ কিছুই বলেননি। এবার সাতপাকে বাঁধা পড়ছেন বহুচর্চিত দম্পতি।