Tollywood Gossip: বাড়ির অমতে বিয়ে, তিন-তিনবার গর্ভপাত...! ২২ বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন সম্রাট-ময়না? ডিভোর্সের পথে দম্পতি?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এদিকে সরস্বতী পুজো যেতে না যেতেই ময়না ফেসবুকে পোস্ট করেন, ‘তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করছ আমি কেমন আছি। বুঝলাম না কেন জিজ্ঞাসা করছ। আমি ভাল আছি, ছিলাম আর থাকব।’ তখনই দুয়ে দুয়ে চার করে নেন নেটিজেনরা। অবশ্য এ খবর সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন দম্পতি।
advertisement
1/7

টলিপাড়ার অন্দরে কান পাতলে ফের শোনা যাচ্ছে বিচ্ছেদের গুঞ্জন।
advertisement
2/7
টলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি সম্রাট ও ময়না মুখোপাধ্যায়। তাঁদের দাম্পত্য়ের রসায়ন আরও জনপ্রিয়তা পায়, যখন তাঁরা একসঙ্গে অংশ নিয়েছিলেন স্টার জলসার রিয়েলিটি শো ইস্মার্ট জোড়িতে। তবে এখন খবর, সম্রাট-ময়নার ২২ বছরের দাম্পত্য নাকি ভাঙার মুখে।
advertisement
3/7
বাড়ির অমতে ভালবেসে বিয়ে করেছিলেন সম্রাট-ময়না। যার ফলে বিলাসবহুল বাড়ি ছেড়ে তাঁদের আশ্রয় নিতে হয় এক কামরার ফ্ল্যাটে। শুরু হয় নতুন সংগ্রাম।
advertisement
4/7
তখনও আর্থিক ভাবে স্বাবলম্বী ছিলেন না সম্রাট এবং ময়না। কোনও রকম দিন চলত তাঁদের। তখনই তিন বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন ময়না। কিন্তু সেই সময়ে সন্তান লালনের অবস্থা তখন ছিল না।
advertisement
5/7
তাঁদের ডিভোর্স-চর্চা শুরু হয় সরস্বতী পুজো থেকে। প্রতিবার পুজোর আয়োজন করেন সম্রাট। তবে এবার অনুপস্থিত ছিলেন ময়না। সম্রাটের জবাব ছিল, ‘ও অসুস্থ’।
advertisement
6/7
এদিকে সরস্বতী পুজো যেতে না যেতেই ময়না ফেসবুকে পোস্ট করেন, ‘তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করছ আমি কেমন আছি। বুঝলাম না কেন জিজ্ঞাসা করছ। আমি ভাল আছি, ছিলাম আর থাকব।’ তখনই দুয়ে দুয়ে চার করে নেন নেটিজেনরা। অবশ্য এ খবর সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন দম্পতি।
advertisement
7/7
টেলিভিশনে চুটিয়ে অভিনয় করছেন দু'জনেই। পাশাপাশি দক্ষ হাতে সামলাচ্ছেন সংসার। ফলে তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে মন ভেঙেছে অনুরাগীদের।