Tollywood Gossip: কী কাণ্ড! শরীরে একটা সুতো নেই, শুধু ফুলে ঢাকা ঊর্ধ্বাঙ্গ! সিরিয়াল 'টপার' হতেই 'নিম ফুলের মধু'-র অভিনেত্রীর 'টপলেস' ছবি ভাইরাল... চরম বোল্ড অবতারে মানসী
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মানসী একটি ছবি পোস্ট করেছেন। শরীরের উপরের অংশে একটা সুতো পর্যন্ত নেই। হাতে ধরে রয়েছেন ফুল। সেই ফুল দিয়েই ঊর্ধ্বাঙ্গ ঢাকলেন অভিনেত্রী।
advertisement
1/7

'নিম ফুলের মধু'র খলনায়িকা 'মৌমিতা'কে তো নিশ্চয়ই চেনেন? অয়ন-মৌমিতার দুষ্টুমিতে তিতিবিরক্ত দত্ত পরিবার। শাড়ি-গয়না ছেড়ে এবার একেবারে আলাদা রূপে ধরা দিলেন সেই 'মৌমিতা' ওরফে মানসী সেনগুপ্ত।
advertisement
2/7
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মানসী একটি ছবি পোস্ট করেছেন। শরীরের উপরের অংশে একটা সুতো পর্যন্ত নেই। হাতে ধরে রয়েছেন ফুল। সেই ফুল দিয়েই ঊর্ধ্বাঙ্গ ঢাকলেন অভিনেত্রী।
advertisement
3/7
মানসীর এই বোল্ড লুকে ফটোশ্যুট প্রথমবার নয়। প্রায়ই পারদ চড়ান তিনি। কখনও শার্টের ফাঁকে অন্তর্বাস, কখনও জলকেলিতে মত্ত থাকেন নায়িকা। তাঁপ শরীরী মোচড়ে বুঁদ নেটপাড়া।
advertisement
4/7
ভিলেনের অভিনয়ে তাঁর জুড়ি মেলা ভার। পর্ণা (পল্লবী শর্মা)-র চরিত্রকে আরও ইতিবাচক দেখাতে মানসীর চরিত্রই কিন্তু ভরসা। তবে শাড়ি ছেড়ে তাঁর এহেন অবতারে কিন্তু ঘুম ছুটেছে ভক্তদের।
advertisement
5/7
প্রসঙ্গত সিংহাসন হাতছাড়া হয়েছে 'জগদ্বাত্রী'-র, কড়া টেক্কা দিয়ে 'সেরার সেরা'-র মুকুট ছিনিয়ে নিল 'নিম ফুলের মধু' ধারাবাহিক। তারপরেই মানসীর এহেন ছবি ভাইরাল।
advertisement
6/7
সম্প্রতি মানসী সেনগুপ্ত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ‘ব্যক্তিগত ও পেশাগত কারণে সমাজমাধ্যেমের পাতা থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। যদি কাজের কারণে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তাহলে প্লিজ ইমেল করবেন। আমার টিম যোগাযোগ করে নেবে। ধন্যবাদান্তে মানসী।’
advertisement
7/7
এর আগে পিলু ধারাবাহিকে অভিনয় করেন মানসী। নিজের মুখেই অভিনেত্রী স্বীকার করেন, তাঁকে সব সময় খলনায়িকার চরিত্রই দেওয়া হয়।