TRENDING:

Tollywood Gossip: ঘর বাধার স্বপ্ন চুরমার! রইল অশ্রুবন্যা! টলিউডের ৪ জুটি সবচেয়ে কষ্টের বিচ্ছেদ

Last Updated:
Tollywood Gossip: তারকাদের সম্পর্ক নিয়ে খুবই চর্চা চলে দর্শকমহলে। সম্পর্ক ভাঙা হোক বা গড়া সব, নিয়েই কৌতূহল থাকে ফ্যানেদের মনে। এমন অনেক জুটি আছে বাস্তব জীবনে, তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ায় মন ভেঙেছিল বহু দর্শকেরও।
advertisement
1/6
ঘর বাধার স্বপ্ন চুরমার! রইল অশ্রুবন্যা! টলিউডের ৪ জুটি সবচেয়ে কষ্টের বিচ্ছেদ
তারকাদের সম্পর্ক নিয়ে খুবই চর্চা চলে দর্শকমহলে। সম্পর্ক ভাঙা হোক বা গড়া সব, নিয়েই কৌতূহল থাকে ফ্যানেদের মনে।
advertisement
2/6
এমন অনেক জুটি আছে বাস্তব জীবনে, তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ায় মন ভেঙেছিল বহু দর্শকেরও। জানুন সেরকমই ৪ জুটির কথা যাদের প্রেম খুবই চর্চিত।
advertisement
3/6
রাজ চক্রবর্তী- মিমি চক্রবর্তী: পরিচালক-নায়িকার প্রেম নতুন কিছু নয়। রাজ চক্রবর্ত্তী- মিমি চক্রবর্ত্তী কখনই তাঁদের সম্পর্ক অফিসিয়াল করেননি কিন্তু রাজ এবং মিমির সম্পর্ক টলি ইন্ডাস্ট্রিতে একটি ওপেন সিক্রেট ছিল। পার্টি থেকে অ্যাওয়ার্ড শো সব জায়গাতেই একই সঙ্গে দেখা যেত এই জুটিকে। রাজের পরিচালনায় 'বোঝে না সে বোঝে না', 'প্রলয়', 'যোদ্ধা:দ্য ওয়ারিয়র', 'কাটমুণ্ডু'-র মতো ছবিতে অভিনয় করেছেন মিমি। কিন্তু হঠাৎ ছেদ পড়ে সম্পর্কে৷ তুর্কি বন্ধুকে নিয়ে মিমির বিরুদ্ধে রাজের অভিযোগ ছিল, তবে সেই অভিযোগ অস্বীকার করেন মিমি৷ মিমির কথায় ওটা ভুল বোঝাবুঝি ছিল। ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্ত্তীকে বিয়ে করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
advertisement
4/6
স্বস্তিকা মুখোপাধ্যায় ও জিৎ: বিবাহবিচ্ছেদের পর টলিউডের সুপারস্টার জিৎ-র সঙ্গে পর্দায় জুটি বাঁধেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কয়েকদিনের মধ্যেই চর্চায় চলে আসে তাঁরা। 'পিতৃভূমি', 'প্রিয়তমা' ও একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছিল এই জুটি। যদিও 'মস্তান' ছবির সময় থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। কিন্তু হঠাৎ কেন তাঁদের বিচ্ছেদ হয়েছে এখনও তা একটি রহস্য হয়ে রয়ে গেছে। তবে অনেকে বিশ্বাস করেন যে জিৎ এবং কোয়েলের দুর্দান্ত রসায়নই বিচ্ছেদের মূল কারণ।
advertisement
5/6
দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়: প্রথমবারের মতো ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবিতে জুটি বাঁধেন দেব ও শুভশ্রী। শোনা যায়, সেই সিনেমা থেকেই ধীরে ধীরে সম্পর্ক হয় তাঁদের। তারপর দেব-শুভশ্রী একের পর এক হিট ছবি করেন। সেই তালিকায় রয়েছে 'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', 'খোকাবাবু'। তারপরেই তাঁদের ব্রেকআপ হয়। যদিও সম্পর্কে থাকাকালীন তাঁরা নিজেদের 'ভাল বন্ধু' বলতেন। আবার দেব-শুভশ্রী একসঙ্গে জুটি বাঁধে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনায় ‘ধূমকেতু’-তে, ২০১৬ সালে। যদিও, বিভিন্ন অভ্যন্তরীণ কারণে এখন পর্যন্ত মুক্তি পায়নি সেই ছবি। এখন শুভশ্রী রাজ-ঘরনি। ২০১৮ সালে, পরিচালক রাজ চক্রবর্ত্তীকে বিয়ে করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সে এখন এক পুত্র সন্তানের মা। অন‍্যদিকে, দেব নিজের প্রযোজক সংস্থা শুরু করেন। বর্তমানে, তিনি মডেল-অভিনেত্রীর রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে আছেন।
advertisement
6/6
রুদ্রনীল ঘোষ এবং তনুশ্রী চক্রবর্ত্তী: ২০১৭ সালে, রুদ্রনীল এবং তনুশ্রী টলিউডের সবচেয়ে সুখী দম্পতিদের মধ্যে অন‍্যতম ছিলেন। বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা যেত। যখন ইন্ডাস্ট্রির সবাই ভাবতে শুরু তারা গাঁটছড়া বাঁধবে, তখনই তাঁরা বিচ্ছেদের পথে হাটেন। গুজব রটেছিল, যে রুদ্রনীলের সঙ্গে তাঁর ‘বেডরুম’ সিনেমার সহ-অভিনেতা উষসী চক্রবর্তীর হঠাৎ ঘনিষ্ঠতা এবং ছবিতে একটি প্রেম-নির্মাণের দৃশ্য তনুশ্রী মেনে নিতে পারেনি। এবং সেটাই নাকি তাঁদের বিচ্ছেদের কারণ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tollywood Gossip: ঘর বাধার স্বপ্ন চুরমার! রইল অশ্রুবন্যা! টলিউডের ৪ জুটি সবচেয়ে কষ্টের বিচ্ছেদ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল