Tollywood Gossip: টলিউডে বিচ্ছেদের মিছিল! সম্পর্কের সুঁতোগুলো আলগা হল কাদের! রইল তালিকা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Tollywood Gossip: টলিউডে একদিকে যখন নতুন সংসারের স্বপ্ন বোনা শুরু করেছেন কিছু নায়ক-নায়িকে, তখনই অন্যদিকে কান পাতলে শোনা যায় সম্পর্ক ভাঙার হাহাকার।
advertisement
1/9

টলিউডে একদিকে যখন নতুন সংসারের স্বপ্ন বোনা শুরু করেছেন কিছু নায়ক-নায়িকে, তখনই অন্যদিকে কান পাতলে শোনা যায় সম্পর্ক ভাঙার হাহাকার।
advertisement
2/9
টলিপাড়ার গুঞ্জন, বিচ্ছেদের পথে হাঁটছেন যিশু এবং নীলাঞ্জনা সেনগুপ্ত। ২০ বছরের সম্পর্ক। তিলে তিলে সাজিয়ে তোলা সংসার। তাসের ঘরের মতোই নাকি ভেঙে যাচ্ছে সবটা। তবে, ব্যক্তিগত বিষয়ে মুখে কুলুপ যিশু-নীলাঞ্জনার।
advertisement
3/9
তবে বিচ্ছেদের চর্চার মাঝেই ইনস্টাগ্রামে যিশুকে আনফলো করে দিয়েছেন তাঁর স্ত্রী। দিন কয়েক আগেই দুই মেয়ে সারা এবং জারা এবং বোন চন্দনার সঙ্গে একটি ছবি দিয়ে নীলাঞ্জনা জানান তাঁরাই তাঁর শক্তির উৎস। অনেকেই মনে করছেন, খুব সচেতন ভাবেই সেই পোস্টে যিশুর উল্লেখ করেননি নীলাঞ্জনা।
advertisement
4/9
অন্যদিকে, সব্যসাচী চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র, অভিনেতা অর্জুন চক্রবর্তীর সংসারও নাকি ভাঙার মুখে। সোশ্যাল মিডিয়াতে তাঁকে আনফোলো করেছেন স্ত্রী সৃজা সেন। তৃতীয় ব্যক্তির কারণেই নাকি সম্পর্কে ফাটল।
advertisement
5/9
গত মাসে আমেরিকাতে হওয়া বঙ্গ সম্মেলনে গিয়ে নাকি ঘনিষ্ঠতা বাড়ে অর্জুন এবং এক টলি নায়িকার। সেই খবর কানাঘুষো পৌঁছে যায় সৃজার কাছে। তারপরেই ফেলুপুত্রকে আনফোলো করে সৃজা, মুছে দেন ঘনিষ্ঠ সব ছবি। তবে, গুঞ্জন শুনে অর্জুন-সৃজা দু’জনেই বার্তা দিয়েছিলেন সব ঠিকই আছে তাঁদের মধ্যে।
advertisement
6/9
এই তালিকায় আছেন টেলিতারকা ঋষি কৌশিক। তাঁর একটি ফেসবুক পোষ্ট থেকে শুরু জল্পনা। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারা জীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সম্মানের।’
advertisement
7/9
এর পরেই তাঁদের দীর্ঘ ১২ বছরের দাম্পত্য ভাঙার গুঞ্জনে উত্তাল হয় টলিপাড়া। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ফের একটি দীর্ঘ পোস্ট করেন ঋষি৷ তা নিয়েও শুরু হয় চর্চা৷ তারপর, বিচ্ছেদের চর্চায় মুখ খোলেন অভিনেতার স্ত্রী। তিনি জানান, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, অসত্য, অযৌক্তিক এবং কাল্পনিক। আমি এ বিষয়ে আইনি সহায়তা চেয়েছি এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমি এখনও এ সম্পর্কে বেশি কথা বলার জায়গায় নেই।’
advertisement
8/9
অপরদিকে, ২বছরের মধ্যে ঘর ভাঙছে ইপ্সিতা-অণর্বের। গতমাসেই নাকি বিবাহবিচ্ছেদ হয়েছে অর্ণব-ইপ্সিতার। ইতিমধ্যেই নিজের প্রোফাইল থেকে ঈপ্সিতার সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেছেন অর্ণব। ইপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায় টলিপাড়ার এক জনপ্রিয় জুটি।
advertisement
9/9
আইনি বিয়ে সারার কয়েক মাস পর থেকেই বারবার শিরোনামে এসেছেন তারকা দম্পতি। আইনি বিয়ের ৯ মাসের মধ্যে একবার ছাদ আলাদা হয়ে যায় টেলিপাড়ার জনপ্রিয় এই জুটির। পাহাড়ে ঘুরতে গিয়ে সব মিটিয়ে আরও একবার কাছাকাছি আসেন তাঁরা। তবে, শেষ রক্ষা হল না।