Tollywood Divorce: ফের ভাঙন টলিউডে! ১০ বছর প্রেম, ২ বছরের সংসার! তাসের ঘরের মতো বিয়ে ভাঙল অভিনেতার
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Tollywood Divorce: অনেকদিন ধরেই জল্পনা অভিনেতা ইন্দ্রাশিস রায়ের বিবাহিত জীবন নিয়ে। শোনা যায়, এক ছাদের তলায় থাকছে না সৌরভী এবং ইন্দ্রাশিস। কিন্তু বারবারই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এড়িয়ে গিয়েছেন অভিনেতা।
advertisement
1/6

অনেকদিন ধরেই জল্পনা অভিনেতা ইন্দ্রাশিস রায়ের বিবাহিত জীবন নিয়ে। শোনা যায়, এক ছাদের তলায় থাকছে না সৌরভী এবং ইন্দ্রাশিস।
advertisement
2/6
কিন্তু বারবারই নিজেদের ব‍্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এড়িয়ে গিয়েছেন অভিনেতা। দিন কয়েক আগে জন্মদিন ছিল অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রাশীষ রায়ের (Indrasish Roy)-এর জন্মদিনে তাঁর স্ত্রীয়ের পোস্ট যেন উস্কে দেয় জল্পনা।
advertisement
3/6
তিনি লেখেন, ‘শুভ জন্মদিন ইন্দ্রাশিস! সুস্থ থাকো। আরও ভাল কাজ করো। নতুন বছরটা খুব ভাল কাটুক। সেই সঙ্গে আমাদের বন্ধুত্বও যেন চিরস্থায়ী হয়।’
advertisement
4/6
শুধুই বন্ধুত্বের কথা বলছে কেন? এরপরই এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, 'আমাদের বহুদিন আগেই ডিভোর্স হয়ে গেছে। এখন এটা নিয়ে কথা বলার মতো কিছু নেই। ১০ বছরের প্রেম, ২ বছরের দাম্পত্য, আমাদের মধ্যে সত্যি তিক্ততা নেই। আমরা কিন্তু আজও বন্ধু।'
advertisement
5/6
সূত্রের খবর, ২০২৩ সালেই পাকাপাকি ডিভোর্স হয় তাঁদের। তাঁরা দুজনেই এখন জীবনে মুভ অন করে গেছে। কিন্তু মাঝেমাঝেই দেখা হয় তাঁদের। এখনও তাঁরা খুব কাছের বন্ধু।
advertisement
6/6
২০২১ সালে খুব ছিমছাম করেই বিয়েটা সারেন তাঁরা। দু বছরের দাম্পত্য জীবন আর তারপরেই ডিভোর্স। সৌরভী বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মরত।