Tollywood: ভালবাসার মাসেই বড় সুখবর! সৃজিত-মিথিলার পরিবারে এল নতুন সদস্য, পরিচালকের পোস্টে তোলপাড়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Tollywood Srijit Mukherji: প্রেমের মাস ফেব্রুয়ারিতেই পরিবারে এল ছোট্ট নতুন অতিথি। তাঁকে নিয়ে এখন উন্মাদনার শেষ নেই।
advertisement
1/8

*টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিবারে খুশির হাওয়া। প্রেমের মাস ফেব্রুয়ারিতেই পরিবারে এল ছোট্ট নতুন অতিথি। তাঁকে নিয়ে এখন উন্মাদনার শেষ নেই। সৃজিত পরিবারের এই খুশির খবর বৃহস্পতিবার রাতে ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
2/8
*সৃজিতের পরিবারের নতুন সদস্যের নামও ইতিমধ্যেই ঠিক হয়েছে। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনার শেষ নেই। তবে এখনই খুদের ছবি দেখাতে নারাজ পরিচালক। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
3/8
*এক অনুরাগী খুদের ছবি দেখতে চেয়েছিলেন পোস্টের কমেন্টে। সেখানে সৃজিত বলেন, 'এত ছোট বাচ্চার ছবি দেওয়া ঠিক না। আর একটু বড় হোক, দেব।' ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
4/8
*সারমেয়দের প্রতি প্রেম মিথিলার ইনস্টা প্রোফাইলে চোখ রাখলেই ধরা পড়ে। অনেকেই আদরে ভরিয়েছেন সৃজিত-মিথিলার পরিবারের এই নতুন সদস্যকে। তবে বেবি 'উলুপি' প্রথম নয়। আগেও এক সদস্য যোগ হয়েছিল মুখোপাধ্যায় পরিবারে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
5/8
*২০২৩ সালের অগাস্ট মাসে ইনস্টায় ‘বেবি এলা’র সঙ্গে আলাপ করালেন সৃজিত ঘরণী। মিষ্টি ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন- ‘বেবি এলা…. আমাদের আনন্দের ঠিকানা’। যাঁকে ঘিরে তখন ব্যস্ত হয়ে পড়েছে গোটা পরিবার। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
6/8
*মিথিলার চারপেয়ে সন্তান এলা। শিহ তাজু (Shih Tzu) প্রজাতির একটি মিষ্টি কুকুরছানাকে ঘরে আনেন মিথিলা। এ বারে সৃজিত পরিচয় করালেন নতুন সদস্য 'উলুপি'র সঙ্গে। সৃজিত লিখেছেন, "বাড়িতে স্বাগত উলুপি। আমাদের জীবন পরিবর্তিত হল।" ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
7/8
*উল্লেখ্য, ক্যালক্যাটা ইন্টারন্যাশন্যাল স্কুলে পড়াশোনা করছে সৃজিত-মিথিলার একমাত্র কন্যা আইরা। পড়াশোনার ফাঁকে সুযোগ পেলে মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে সে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
8/8
*অভিনয়, কেরিয়ারের পাশাপাশি হাজারো দায়িত্ব তাঁর কাঁধে। সমাজকর্মী দক্ষিণ আফ্রিকার দেশগুলির উন্নয়নে কাজ করেন মিথিলা। ছবিঃ সোশ্যাল মিডিয়া।