Twarita Chatterjee| Sourav Banerjee|| পকেটে মাত্র ৩০টাকা! ডেস্টিনেশন হোক ত্বরিতা-সৌরভের পকেটফ্রেন্ডলি অটোওয়ালা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Twarita Chatterjee & Sourav Banerjee started new cafe: ক্যাফেতে মিলবে লাল চা, কফি থেকে স্যান্ডুইচ, নানা স্বাদের ম্যাগি, চিকেন পপকর্ন, চিকেন হট ইউংস, নানান ধরনের বার্গার, মোমো, নানা ধরনের স্যালাড, লস্যি, নানা ধরনের ওমলেট। সবেরই দাম ৩০-২৫০ টাকার মধ্যে।
advertisement
1/7

*সবচেয়ে কম খরচে নির্ভেজাল আড্ডা দিতে আপনার ডেস্টিনেশন হতেই পারে পকেটফ্রেন্ডলি অটোওয়ালা ক্যাফে। মাত্র ৩০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে নানা স্বাদের হরেক রকম ডিস।
advertisement
2/7
*এই অভিনব কনসেপ্ট যাঁদের, তাঁরা সেলিব্রিটি দম্পতি তরুণ কুমারের নাতি এবং নাতি বউ সৌরভ বন্দ্যোপাধ্যায় ত্বরিতা চট্টোপাধ্যায়। তবে ক্যাফেটি ত্বরিতার এক বন্ধুর সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হয়েছে।
advertisement
3/7
*নিজের গন্তব্যস্থলে পৌঁছতে সবথেকে কম খরচে যাওয়া যায় অটোয় চাপলে। কম বয়সি ছেলে মেয়েদের কাছে টাকাও থাকে হাতে গোনা। তাই সেই ভাবনার থেকেই পকেটফ্রেন্ডলি অটোওয়ালার জন্ম। ক্যাফের কনসেপ্ট ত্বরিতার, আর ক্যাফের লোগো ডিজাইন করেছেন সৌরভ (Sourav Banerjee)।
advertisement
4/7
*ক্যাফের অন্দরসজ্জা হয়েছে চাকার ওপরে রঙের প্রলেপ দিয়ে। টায়ার দিয়ে তৈরি হয়েছে টেবিল। বলা ভাল ক্যাফেটি তৈরিই হয়েছে অটো থিমে।
advertisement
5/7
*ত্বরিতার দাবি, কম দামে সুস্বাদু খাবারই শুধু নয়,কোয়ালিটি ও কোয়ান্টিটির দিকে বিশেষ করে নজর দেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকছে এই ক্যাফে।
advertisement
6/7
*সম্প্রতি এই ক্যাফের উদ্বোধনে হাজির হয়েছিলেন মদন মিত্র। শুধু মদন মিত্র নন ত্বরিতা এবং সৌরভের বন্ধু ও সহকর্মীরাও ইতিমধ্যেই আড্ডা জমিয়ে ফেলেছেন ক্য়াফেতে। তালিকায় ছিলেন ত্বরিতার কাছের বন্দু সন্দীপ্তাও।
advertisement
7/7
*ক্যাফেতে মিলবে লাল চা, কফি থেকে স্যান্ডুইচ, নানা স্বাদের ম্যাগি, চিকেন পপকর্ন, চিকেন হট ইউংস, নানান ধরনের বার্গার, মোমো, নানা ধরনের স্যালাড, লস্যি, নানা ধরনের ওমলেট। সবেরই দাম ৩০-২৫০ টাকার মধ্যে।