Ridhima Ghosh Pregnant: নববর্ষে সুখবর! নতুন সদস্য আসছে পরিবারে, বেবি বাম্পের ছবি দিলেন গর্ভবতী ঋদ্ধিমা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ridhima Ghosh Pregnant: ৭ বছরের প্রেম, ৬ বছরের সংসার জীবনের একাধিক ভালবাসার মুহূর্ত বারবার তাঁদের সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছে। নানা জায়গায় ঘুরে বেড়ানো থেকে শুরু করে, একসঙ্গে পর্দায় রোম্যান্স, তাঁরা একে অপরের ছায়াসঙ্গী যেন।
advertisement
1/7

প্রায় ১৩ বছরের পথচলা। টলিউডের অন্যতম পাওয়ার কাপল ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী এবার নতুন ভূমিকা অবতীর্ণ হচ্ছেন। সুখবর এল পয়লা বৈশাখে।
advertisement
2/7
‘ফেলুদা'’ সব্যসাচী চক্রবর্তীর ঘরে আরও এক নতুন সদস্যের আগমনের সুখবর। স্ত্রী, দুই ছেলে, দুই বৌমা, এক নাতনিকে নিয়ে ভরা সংসার বর্ষীয়ান অভিনেতার। এবার আরও এক সদস্যের আসার আনন্দে আত্মহারা।
advertisement
3/7
এর আগে ছোট ছেলে অর্জুন চক্রবর্তী এবং তাঁর স্ত্রী সৃজা সেনের মেয়ে হয়েছে। এবার দ্বিতীয় বার দাদু হতে চললেন সব্যসাচী।
advertisement
4/7
পয়লা বৈশাখের দুপুরে ঋদ্ধিমা আর গৌরব ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। দু'টি ছবিতে অভিনেত্রীর বেবি বাম্প সুস্পষ্ট। স্ত্রীকে জড়িয়ে দাঁড়িয়ে গৌরব।
advertisement
5/7
ছবির সঙ্গে ক্যাপশনে হবু মা লিখলেন, ‘মহা অভিযান শুরু হতে চলেছে। পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনাদের জানাতে চাই, আমাদের কোলে সন্তান আসতে চলেছে। প্রার্থনা করবেন।’
advertisement
6/7
গৌরব চট্টোপাধ্যায়, ঋষভ বসু, অঙ্কিতা চক্রবর্তী, সোমরাজ মাইতির মতো টলিপাড়ার তারকারা ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে ফেলেছেন তারকা দম্পতির ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বাক্স।
advertisement
7/7
৭ বছরের প্রেম, ৬ বছরের সংসার জীবনের একাধিক ভালবাসার মুহূর্ত বারবার তাঁদের সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছে। নানা জায়গায় ঘুরে বেড়ানো থেকে শুরু করে, একসঙ্গে পর্দায় রোম্যান্স, তাঁরা একে অপরের ছায়াসঙ্গী যেন। আর এবার বাবা-মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁদের।