Anamika-Uday Wedding: সিঁদুরে ভরল সিঁথি, চুমুতে বন্ধ হল চোখ! বিয়ে করলেন অনামিকা-উদয়, রইল বিয়ের সব ছবি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Anamika Chakraborty-Uday Pratap Singh Wedding: আড়াই বছর প্রেমের পর বিয়ের মরশুমে সিঁদুরদান মালাবদল করে বিয়ে সারলেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং।
advertisement
1/11

*পরিণতি পেল প্রেম। আড়াই বছর প্রেমের পর বিয়ের মরশুমে মালাবদল করলেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
2/11
*২৮ জুন বুধবার বিয়ে সেরেছেন 'এখানে আকাশ নীল' খ্যাত হিয়া অর্থাৎ অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবং 'নিম ফুলের মধু'র চয়ন ওরফে উদয় প্রতাপ সিং। আইনি বিয়ের পর হয় সিঁদুরদান এবং মালাবদল। শেষে ছিল কেক কাটিং সেরিমনিও। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
3/11
*এদিন গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বিয়ের বিশেষ মুহূর্তের নানা ছবি শেয়ার করেছেন তাঁরা। সেখানে দেখা গিয়েছে স্ত্রীকে জড়িয়ে ধরে বেশ কিছু পোজ দিয়েছেন উদয়। তাঁর কপালে চুমুও এঁকে দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, 'টু নিউ বিগিনিংস! চিয়ার্স টু আস! উই মেড ইট।' ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
4/11
*একেবারে ছিমছাম ছিল বিয়ের আসর, অনামিক ও উদয়ের পোশাক থেকে অনুষ্ঠানের থিম, সবেতেই ঠাসা ছিল স্নিগ্ধতা। হালকা রঙের ছোঁয়ায় ছিল বলিউডি মেজাজ। একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে উদয় লিখেছেন 'নতুন পথা চলা শুরু, আমরা পেরেছি, আমাদের শুভেচ্ছা'। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
5/11
*চলতি মাসের শুরুতেই মিলেছিল বিয়ের খবর। একসঙ্গে আইবুড়ো ভাত খেতে দেখা গিয়েছিল জুটিকে। তবে থেকেই বিয়ে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তাঁরা জানিয়েছিলেন, চলতি বছরেই বিয়ে করবেন। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
6/11
*পরিকল্পনা মতোই বুধবার বসেছিল বিয়ের আসর। আড়াই বছরের প্রেম গোপন থাকেনি কোনও কিছুই। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই দু-জনের একসঙ্গে দেখা মেলে। অবশেষ সিঁদুরদান-মালাবদল করে হল আইনি নিয়ে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
7/11
*অনামিকা-উদয়ের জীবনের বিশেষ দিনে হাজির ছিলেন তাঁদের আত্মীয়স্বজন এবং কাছের বন্ধুরা। এ দিন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করার পর থেকেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
8/11
*নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তারকা বন্ধুরাও। সৌমিতৃষা কুণ্ডুলেখেন, 'খুব সুখী হও তোমরা।' সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। কৌশাম্বী চক্রবর্তী লেখেন, 'অভিনন্দন।' ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
9/11
বিশেষ দিনে অনামিকার পরনে ছিল প্যাস্টেল পিঙ্ক শাড়ি। সঙ্গে মানানসই জুয়েলারি আর মেকআপ। আর উদয়ের পরনে ছিল আসমানি নীল রঙা পাঞ্জাবি আর সাদা পাজামা। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
10/11
*প্রসঙ্গত, 'কী করে বলব তোমায়' ধারাবাহিকে অভিনয় করেছেন উদয় প্রতাপ সিং। কিছুদিন আগে শেষ হয়েছে 'মিঠাই'। এই ধারাবাহিকে রাতুল চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তিনি অভিনয় করছেন 'নিম ফুলের মধু' মেগাতে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
11/11
*এ দিকে, অনামিকা মূলত জনপ্রিয়তা অর্জন করেছেন 'এখানে আকাশ নীল' ধারাবাহিকের মাধ্যমে। এছাড়াও 'উড়ন তুবড়ি', 'মহাপীঠ তারাপীঠ', 'লালকুঠি'-তে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে 'ফাগুনের মোহনা' ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ছবিঃ সোশ্যাল মিডিয়া।