মিমির বাবার পৌরহিত্য, 'লক্ষ্মী কাকিমা'র লক্ষ্মীপুজো, টলি তারকাদের ধনদেবীর আরাধনা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
গত দু'বছর করোনার প্রকোপে বাড়ি ফাঁকা থাকায় মন খারাপ ছিল অপরাজিতার। এবার তাই পর্দার 'লক্ষ্মাীকাকিমা' মহা আড়ম্বরে লক্ষ্মীপুজো করতে পেরে খুব খুশি। আল্পনাও দিয়েছেন নিজেই।
advertisement
1/8

নিজের ঘরে ছোট করে লক্ষ্মীপুজোর আরাধনায় ব্যস্ত বড় বড় তারকারা। একান্তে আদর যত্নে ধনদেবীর পুজোয় কী রকম ব্যবস্থাপনা, দেখে নেওয়া যাক এক ঝলকে।
advertisement
2/8
প্রতি বছরই নিজের বাড়িতে লক্ষ্মীপুজো করেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। এ বছরও তার অন্যথা হল না। গোলাপি কুর্তি পরে হাতে আরতীর থালা নিয়ে ছবিও তুললেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, 'সকলকে জানাই কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছা। শ্রী বৃদ্ধি হোক।'
advertisement
3/8
লক্ষ্মীপুজোয় স্ত্রী, পুত্রকে নিয়েই দিন কাটল সোহম চক্রবর্তীর। এ দিন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে বিরতি নিয়ে আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, বাড়ির বানানো সুস্বাদু ভোগ খেয়ে মুখে হাসি রাজনীতিবিদ-অভিনেতার।
advertisement
4/8
নিজে হাতে আল্পনা দিলেন ইশা সাহা। বিজয়ায় লাল-সাদা না পরলেও লক্ষ্মীপুজোয় লাল পেড়ে সাদা শাড়িতে সেজেছেন টলিউড নায়িকা। ছবি তুলেছেন লাল আর সাদা রং তুলি সামনে রেখেই। যা দিয়ে আল্পনা এঁকেছেন তিনি।
advertisement
5/8
শখ ছিল, নিজের রোজগারে বাড়ি কেনার পরে সেখানে লক্ষ্মীপুজো দেবেন। সেই শখ পূরণ করলেন পায়েল সরকার। শহরের অভিজাত আবাসনে বাড়ি কিনে তাতে লক্ষ্মীর আরাধনা করলেন নায়িকা। পরলেন লাল শাড়ি আর সোনালি ব্লাউজ।
advertisement
6/8
মানুষ আসবে। তাঁর বাড়ির ভোগ খাবে। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। এমন ভাবেই লক্ষ্মীপুজো কাটাতে ভালবাসেন অপরাজিতা আঢ্য। গত দু'বছর করোনার প্রকোপে বাড়ি ফাঁকা থাকায় মন খারাপ ছিল অভিনেত্রীর। এবার তাই পর্দার 'লক্ষ্মাীকাকিমা' মহা আড়ম্বরে লক্ষ্মীপুজো করতে পেরে খুব খুশি। আল্পনাও দিয়েছেন নিজেই।
advertisement
7/8
ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধিকে জয় করে আজ তিনি লড়াকু ঐন্দ্রিলা শর্মা নামেই বেশি পরিচিত। তাঁর জীবন নতুন রঙে ভরেছে। আর সেটাকেই বজায় রাখতে নিজের বাড়িতে লক্ষ্মীপুজো করলেন। পরলেন গোলাপি পাড় দেওয়া হলুদ শাড়ি। একান্তে পুজো সারলেন নিজের ঘরে।
advertisement
8/8
লক্ষ্মীর আরাধনা সোনালী চৌধুরীর বাড়িতে। গোলাপি শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে আরতি করলেন অভিনেত্রী। মন্ত্র পড়লেন নিষ্ঠা ভরে। পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে মিলে আনন্দে কাটল তাঁর দিন।