কেউ শঙ্খ বাজিয়ে, কেউ মন্ত্রোচ্চারণে, কেউ জমকালো সাজে, টলি তারকাদের লক্ষ্মীপুজো
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায় নিজেদের বালিগঞ্জ ফাঁড়ির বাড়িতে নিজেদের মতো করে একান্তে লক্ষ্মীপুজো সারলেন।
advertisement
1/9

তারকাদের ঘরে ঘরে এ বার কোজাগরী লক্ষ্মীপুজোর আড়ম্বর। কোভিড পরিস্থিতির প্রকোপের জন্য গত দু'বছর যে আনন্দ বঞ্চিত হয়েছেন, সেই আনন্দ আবার ফিরেছে। আর তার প্রমাণ মিলেছে দুর্গাপুজোর পাঁচটি দিনে। এ বার প্রমাণ দিল লক্ষ্মীপুজো। টলিউডজুড়ে এবার সেই পুজোর রমরমা।
advertisement
2/9
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে লক্ষ্মী আরাধনার ছবি। সাদা পাজামা পাঞ্জাবীতে সেজে উঠেছেন টলিউডের সুপারস্টার।
advertisement
3/9
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায় নিজেদের বালিগঞ্জ ফাঁড়ির বাড়িতে নিজেদের মতো করে একান্তে লক্ষ্মীপুজো সারলেন।
advertisement
4/9
ঋতুপর্ণা সেনগুপ্তও লক্ষ্মীর উপাসনায় কোনও খামতি রাখেননি। সবজেটে নীল রঙের শাড়ি এবং হাতাকাটা গোলাপি ব্লাউজে সেজেিছলেন নায়িকা।
advertisement
5/9
মহাভোগের আয়োজন হয়েছিল তাঁর বাড়িতে। নিজের বাড়ির অনুষ্ঠানে মেতে উঠতে আমন্ত্রণ জানিয়েছিলেন পরিবারের সদস্যদের।
advertisement
6/9
স্বামী সঞ্জয় চক্রবর্তীও সাবেকি সাজে দেখা দিলেন লক্ষ্মীপুজোর দিন। সাদার উপর লাল সুতোর কাজ করা পাঞ্জাবী পরেছেন ব্যবসায়ী।
advertisement
7/9
অভিনেত্রী পূজারিণী ঘোষ তাঁর বাড়ির লক্ষ্মীপুজোয় শঙ্খ বাজিয়ে মুগ্ধ করলেন সকলকে। লাল শাড়ি আর নীল ব্লাউজে অপরূপা টলি নায়িকা।
advertisement
8/9
পরিবারের সঙ্গে লক্ষ্মীর আরাধনা করলেন পূজারিণী। ছবিও তুললেন মন ভরে।
advertisement
9/9
অদিতি মুন্সিও তাঁর বাড়ির মধ্যেই একান্তে লক্ষ্মীর আরাধনা সারলেন। সঙ্গী তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। গায়িকার পরনে সাদা গোলাপির রং মিলান্তি। দেবরাজ অন্য দিকে তসরের পাঞ্জাবী পরেছিলেন।