Lok Sabha Election Tollywood: ভোট দিলেন শ্রাবন্তী-মুনমুন-দেব-রচনারা... বয়স্কদের সাহায্য করলেন মিমি, বুথে বুথে চাঁদের হাট, রইল তারকা-ভোটের ছবি
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Lok Sabha Election Tollywood: আনন্দপুর স্কুলে ভোট দিলেন অভিনেত্রী ও হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির চেয়ে কলকাতায় অনেক শান্তিতে ভোট হচ্ছে বলে দাবি দিদি নং ১-এর।
advertisement
1/16

শনিবার শেষ হল সপ্তম দফা লোকসভা নির্বাচন ২০২৪। আমজনতার মতো পিছিয়ে নেই টলিউড ইন্ডাস্ট্রিও। বুথে বুথে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট দিলেন তারকারা। ছবি তুললেন পোজ দিয়ে।
advertisement
2/16
সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিলেন দেব। নায়কের অনুরোধ, ধর্মের ভিত্তিতে যেন কেউ রাজনীতি না করে। সকলেই যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। সেই সঙ্গে দেব এও জানালেন, এবার তৃণমূল কংগ্রেস গত বারের চেয়েও ভাল ফলাফল করবে পশ্চিমবঙ্গে। দক্ষিণ কলকাতার পোদ্দার নগর গার্লস স্কুলে মাকে নিয়ে ভোট দিলেন রুক্মিণী মৈত্র।
advertisement
3/16
রাজডাঙ্গার আর এন সিং মেমোরিয়াল হাই স্কুলে ভোট দিলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন।
advertisement
4/16
আনন্দপুর স্কুলে ভোট দিলেন অভিনেত্রী ও হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির চেয়ে কলকাতায় অনেক শান্তিতে ভোট হচ্ছে বলে দাবি দিদি নং ১-এর। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
advertisement
5/16
রাইমা সেনকে নিয়ে বালিগঞ্জে ডেভিড হেয়ার ট্রেনিং স্কুলে ভোট দিলে মুনমুন সেন।
advertisement
6/16
ভোট দিলেন পাওলি দাম। পরিবারের সঙ্গে দক্ষিণ কলকাতার রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেত্রী। পাওলির মূল দাবি উন্নয়ন। কসবার সারদা অ্যাকাডেমিতে মায়ের সঙ্গে ভোট দান করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। লাইনে দাঁড়িয়ে থাকা বয়স্কদের ভোট দিতে সাহায্য করেন তিনি।
advertisement
7/16
টালিগঞ্জের বাঙ্গুর স্কুলে বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিককে নিয়ে ভোট দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
advertisement
8/16
দক্ষিণ কলকাতার ব্রড স্ট্রিটে আব্দুল ওয়াহিদ মেমোরিয়াল স্কুলে ভোট দিলেন অভিনেত্রী নুসরত জাহান। নুসরত জানালেন, প্রত্যেকটা ভোট খুব গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকেরই নিজেদের ভোটদান করা উচিত।
advertisement
9/16
আনন্দপুর স্কুলে সাতসকালে ভোট দিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ চক্রবর্তীর মা লীলা চক্রবর্তী।
advertisement
10/16
সল্টলেকে বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়ের সঙ্গে ভোট দিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
advertisement
11/16
দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে স্ত্রী মোহনাকে নিয়ে ভোট দিলেন টলিউড সুপারস্টার জিৎ।
advertisement
12/16
সকাল সকাল ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন লাজবন্তী রায় সঙ্গীতশিল্পী। ভোট দিলেন অভিনেত্রী অঙ্গনা রায়।
advertisement
13/16
স্বামী মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রিন্স আনোয়ার শাহ রোডের কেআইটি মার্কেটে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেত্রী, তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়।
advertisement
14/16
সোহম চক্রবর্তী বেহালায় গিয়ে ভোট দিয়েছেন। কেন্দ্র থেকে বেরিয়ে ছবিতে পোজ দিতেও ভোলেননি নায়ক।
advertisement
15/16
চক্রবর্তীর পরিবারের নতুন মা এবং বাবা গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ ভোট দিয়ে ছবি পোস্ট করেছেন।
advertisement
16/16
নিজের বাবার সঙ্গে বেহালার পর্ণশ্রীতে বুথে গিয়ে ভোট দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।