TRENDING:

Sandipta-Soumya: 'মিনি হানিমুন'-এ সন্দীপ্তা! হোটেলের অন্দর থেকে ভাইরাল সৌম্যর সঙ্গে ঘনিষ্ঠ একান্ত যাপনের মুহূর্ত

Last Updated:
Sandipta-Soumya: কলকাতার ঐতিহ্যবাহী পাঁচতারা হোটেল ওবেরয় গ্র্যান্ডেই দাম্পত্য জীবনের শুরু করলেন সৌম্য ও সন্দীপ্তা৷
advertisement
1/7
'মিনি হানিমুন'-এ সন্দীপ্তা! সৌম্যর সঙ্গে ঘনিষ্ঠ একান্ত যাপনের মুহূর্ত ভাইরাল
৭ ডিসেম্বর ঘটা করে বিয়ে সারলেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ প্রেমিক সৌম্য গলায় মালা দিয়ে চারহাত এক হল টলি নায়িকার৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল বিয়ের আসর৷ পরিবার ও কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নায়িকা৷
advertisement
2/7
এদিন বৈদিক মতে বিয়ে সারলেন টলি নায়িকা৷ মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তার গোটা টিমের তত্ত্বাবধানে তাঁদের চারহাত এক হল৷ কন্যাদান ছাড়াই সুসম্পন্ন হল বিয়ে৷ একই দিনে হয়েছে বিয়ে আর রিসেপশন৷ বিয়ের এক ঘণ্টার পরই হয় রিসেপশন৷
advertisement
3/7
বিয়ের মণ্ডপে একে অপরের গলায় মালা পরিয়ে আলিঙ্গন করলেন বর-কনে। তারপর সিঁদুর দান হল বর-কনের। বৈদিক মতে, কনের সিঁথিতে সিঁদুর পরালেন সৌম্য। তারপরেই নিয়ম মেনে স্বামীর কপালে সিঁদুরের টিপ পরালেন সন্দীপ্তা।
advertisement
4/7
কাজের ব্যস্ততার মধ্যে আপাতত হানিমুনে যেতে পারেননি সন্দীপ্তা ও সৌম্য৷ তবে হানিমুনে যেতে না পারার কারণে তিলোত্তমা বুকেই শহরের এক পাঁচতারা হোটেল সময় কাটাচ্ছেন দু'জনে৷
advertisement
5/7
কলকাতার ঐতিহ্যবাহী পাঁচতারা হোটেল ওবেরয় গ্র্যান্ডেই দাম্পত্য জীবনের শুরু করলেন সৌম্য ও সন্দীপ্তা৷ এদিন গ্র্যান্ডের রাজকীয় ঝাড়বাতির সামনে একে অপরের কাছাকাছি এসে মিরর সেলফিতে ধরা দিয়েছেন সন্দীপ্তা ও সৌম্য৷ অফ হোয়াইট ও কালো কম্বিনেশনে মিক্স অ্যান্ড ম্যাচ লুকে দেখা গিয়েছে টলিপাড়ার নতুন জুটিকে৷
advertisement
6/7
এদিন হোটেলের রুমের অন্দর থেকেই ছবি শেয়ার করেছেন সন্দীপ্তা৷ যেখানে দেখা গিয়েছে, ওয়েলকাম নোট, এবং সন্দীপ্তা ও সৌম্যর বিয়ের ছবি ফ্রেম করা৷ কেক ও চকোলেট সাজানো প্লেট নতুন দম্পতিকে অভিনন্দন জানিয়ছে হোটেল কর্তৃপক্ষ৷ যা নিমেষে ভাইরাল হয়েছে৷
advertisement
7/7
সন্দীপ্তার ও সৌম্যর ঘনিষ্ঠ একান্ত মুহূর্তের ছবি ভাইরাল হতেই অনেকে মিনি হানিমুন বলেছেন৷ আসলে হানিমুন না হলেও শহরের পাঁচতারা হোটেলেই মিনি হানিমুন সারছেন বলে মনে করছেন নেটিজেনদের একাংশ৷ আগামীকাল অর্থাৎ ১২ তারিখ থেকেই কাজে ফিরবেন দু'জনে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sandipta-Soumya: 'মিনি হানিমুন'-এ সন্দীপ্তা! হোটেলের অন্দর থেকে ভাইরাল সৌম্যর সঙ্গে ঘনিষ্ঠ একান্ত যাপনের মুহূর্ত
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল