TRENDING:

Monami Ghosh Birthday: লাল-সাদা কেক হাতে মাঝসমুদ্রে মনামী! মনোকিনিতে লাস্যময়ী নায়িকার ছবিতে ঝড় চারদিকে

Last Updated:
Monami Ghosh Birthday: বিশেষ দিন পালন করতে ব্যাঙ্ককে পাড়ি মনামীর। সফর সঙ্গী কি কোরিওগ্রাফার প্রেমিক সৈকত বারুরি? সে কথা স্পষ্ট নয়।
advertisement
1/6
লাল-সাদা কেক হাতে মাঝসমুদ্রে মনামী! মনোকিনিতে লাস্যময়ী নায়িকার ছবিতে ঝড় চারদিকে
জন্মদিনে কালো মনোকিনি। হাতে কেক। মাঝসমু্দ্রে মনামী ঘোষ। বিশেষ দিন পালন করতে ব্যাঙ্ককে পাড়ি মনামীর। সফর সঙ্গী কি কোরিওগ্রাফার প্রেমিক সৈকত বারুরি? সে কথা স্পষ্ট নয়।
advertisement
2/6
টলিউডের ফ্যাশন ডিভা মনামী। অভিনয় থেকে নাচ বা গান, সবেতেই সমান পারদর্শী তিনি। বয়স ৪০-এর কোঠায়। কিন্তু তাঁকে দেখে সে কথা বোঝা প্রায় অসম্ভব। নিজের বয়স ধরে রাখার অন্যতম নজির গড়েছেন মনামী।
advertisement
3/6
২০ ফেব্রুয়ারি জন্মদিন তাঁর। দিনটি পালন করার জন্য ঘুরতে গেলেন তিনি। যাওয়ার আগে ভক্তদের তিনটি ছবি উপহার দিয়ে গিয়েছেন মনামী। যেখানে দেখা যাচ্ছে, লাল-সাদা ঢিলেঢালা জ্যাকেট পরে বসে রয়েছেন, সঙ্গে লেখা, ‘প্রাক-জন্মদিন ছোট্ট সফর কোথাও একটা।’
advertisement
4/6
কিন্তু গন্তব্য খোলসা না করলেও ইন্ডাস্ট্রির খবর, তিনি ব্যাঙ্কক বেড়াতে গিয়েছেন। আর সেখানে গিয়েই প্রথম ছবি দিলেন জলের মধ্যে। নিজের জন্মদিনের কেক হাতে দাঁড়িয়ে মাঝসমুদ্রে।
advertisement
5/6
হু হু করা হাওয়া তাঁর চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে। কালো মনোকিনিতে সৌন্দর্য উপচে পড়ছে। মনামী জানালেন, তাঁর রাশি যেহেতু জলের চিহ্নিত করে, তাই এভাবে জলের মাঝেই জন্মদিন পালন করছেন। ছবি তুলছেন কে? প্রেমিক? স্পষ্ট করেননি নায়িকা।
advertisement
6/6
ছোটপর্দা, বড়পর্দা, ওয়েব সিরিজ, সবেতেই তাঁর অনায়াস বিচরণ। এই মুহূর্তে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘পদাতিক’-এ অভিনয় করছেন। যেই ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতার চরিত্রে অভিনয় করছেন মনামী। আর মৃণালের চরিত্রে বাংলাদেশের চঞ্চল চৌধুরী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Monami Ghosh Birthday: লাল-সাদা কেক হাতে মাঝসমুদ্রে মনামী! মনোকিনিতে লাস্যময়ী নায়িকার ছবিতে ঝড় চারদিকে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল