Aindrila Sharma|| সিঁথি ভর্তি সিঁদুর, শাঁখা-পলা, গয়না-বেনারসিতে ক্যানসার জয়ী নায়িকা ঐন্দ্রিলা, বিয়ের সানাই বাজল?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Actress Aindrila Sharma in Bridal look: লাল-সাদা বেনারসিতে দেখা মিলল ঐন্দ্রিলার। মাথায় শোলার টোপর, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ। সোনার হার ও কানের দুল। নাকে বড় নথ। হাতে শাঁখা-পলা, বালা, চুরি। তাহলে কী বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী?
advertisement
1/11

*সিঁথি ভর্তি সিঁদুর, শাঁখা-পলা, গয়না-বেনারসি। নতুন বউয়ের সাজে নজর কাড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। (ছবি সৌজন্যেঃ ঐন্দ্রিলা শর্মার ফেসবুক পেজ)
advertisement
2/11
*সম্প্রতি ক্যানসারকে জয় করে ক্যামেরার সামনে ফিরেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। হাজির হয়েছিলেন ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে। (ছবি সৌজন্যেঃ ঐন্দ্রিলা শর্মার ফেসবুক পেজ)
advertisement
3/11
*সেখানে ভাগ করে নেন, কীভাবে মারণ ব্যাধিকে জয় করলেন। কীভাবে পাশে ছিল পরিবার, পাশে ছিলেন প্রাণের বন্ধু সব্যসাচী চৌধুরী। (ছবি সৌজন্যেঃ ঐন্দ্রিলা শর্মার ফেসবুক পেজ)
advertisement
4/11
*এ দিন লাল-সাদা বেনারসিতে দেখা মিলল ঐন্দ্রিলার। মাথায় শোলার টোপর, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ। সোনার হার ও কানের দুল। নাকে বড় নথ। হাতে শাঁখা-পলা, বালা, চুরি। তাহলে কী বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী? (ছবি সৌজন্যেঃ ঐন্দ্রিলা শর্মার ফেসবুক পেজ)
advertisement
5/11
*সব্যসাচী চৌধুরীর সাথে তাঁদের সম্পর্ক তো কারওরই অজানা নয়! তাহলে কি তাঁর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী শুরু হয় ব্যাপক জল্পনা। (ছবি সৌজন্যেঃ ঐন্দ্রিলা শর্মার ফেসবুক পেজ)
advertisement
6/11
*তবে না। ঐন্দ্রিলার এই ছবিটি একটি ফটোশুটের। (ছবি সৌজন্যেঃ ঐন্দ্রিলা শর্মার ফেসবুক পেজ)
advertisement
7/11
*ঐন্দ্রিলাকে বিয়ে সাজে দেখে নেটিজেনরা কেউ লিখেছেন, 'সুন্দর', 'রানীর মতো লাগছে'। কেউ আবার লিখেছেন, 'তুমি আমাদের অনুপ্রেরণা'। কেউ লিখেছেন, ‘এত মিষ্টি বউ আগে দেখিনি’। (ছবি সৌজন্যেঃ ঐন্দ্রিলা শর্মার ফেসবুক পেজ)
advertisement
8/11
*প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত হন টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। (ছবি সৌজন্যেঃ ঐন্দ্রিলা শর্মার ফেসবুক পেজ)
advertisement
9/11
*ডিসেম্বরে ফেসবুক পোস্টের মাধ্যমেই সব্যসাচীই প্রথম জানিয়েছিলেন ঐন্দ্রিলার ক্যানসার জয়ের কাহিনি। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কাজে ফিরবেন খুব তাড়াতাড়ি। (ছবি সৌজন্যেঃ ঐন্দ্রিলা শর্মার ফেসবুক পেজ)
advertisement
10/11
*২০২১-এর ফেব্রুয়ারিতে দ্বিতীয় বার ধরা পড়ে ক্যানসার ঐন্দ্রিলার শরীরে। তারপর হয় জটিল অস্ত্রোপচার, কেমোথেরাপি। (ছবি সৌজন্যেঃ ঐন্দ্রিলা শর্মার ফেসবুক পেজ)
advertisement
11/11
*আপাতত চিকিৎসার সময়সীমা শেষ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঐন্দ্রিলাও। ক্যানসার জয়ী ঐন্দ্রিলার খুব তাড়াতাড়ি অভিনয় জগতে ফেরার অপেক্ষায়। (ছবি সৌজন্যেঃ ঐন্দ্রিলা শর্মার ফেসবুক পেজ)