Tollywood|| শরীর চুঁইয়ে ঝরছে উষ্ণতা, বিদেশের মরুভূমিতে কে এই টলি নায়িকা? তোলপাড় নেটদুনিয়া
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tollywood Actress in Dubai Tour: বছরের সেরা সময়ে নিজের পছন্দের শহরে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই কাটিয়েছেন বড়দিন এবং বছরের শেষ দিন। নতুন বছরকে আহ্বানও জানিয়েছেন বিদেশের মাটি থেকেই।
advertisement
1/11

*খোলামেলা পোশাক, খোলা চুল, বাহারি গাড়ি থেকে বাহারি রোদ চশমা। দুবাই কাঁপাচ্ছেন এই টলি নায়িকা? যাঁর লাস্যে কড়া শীতেও ঘাম ঝড়ছে।
advertisement
2/11
*বছরের সেরা সময়ে নিজের পছন্দের শহরে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই কাটিয়েছেন বড়দিন এবং বছরের শেষ দিন। নতুন বছরকে আহ্বানও জানিয়েছেন বিদেশের মাটি থেকেই।
advertisement
3/11
*তাঁকে নিয়ে টলিউডে চর্চার শেষ নেই। প্রেম থেকে টলিউডে উত্থান, নানা সময়ে উঠে এসেছেন চর্চার শিরোনামে। তিনি অভিনেত্রী অদ্রিজা রায়।
advertisement
4/11
*সারা বছর দম ফেলার ফুরসৎ নেই। এই স্টুডিও থেকে অই স্টুডিও ছুটতে হয়। সেই অদ্রিজা বেড়াতে ভালবাসেন। সময় পেলেই বেড়িয়ে পড়েন একা বা বন্ধুদের সঙ্গে।
advertisement
5/11
*বছর শেষে দুবাই যাওয়ার আগেই বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন মুম্বই। সেই ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সাই বাবার মন্দির দর্শনের জন্য গিয়েছিলেন সিরডি। সেই ছবিও দেখেছেন তাঁর ফ্যানরা।
advertisement
6/11
*দুবাই যাবেন, আর ডেজার্ট সাফারি করবেন না তাই কী হয়! সাদা ফ্লোরাল জাম্প স্যুটে মরুভূমি সফর করেছেন নায়িকা।
advertisement
7/11
*আপাতত দুবাইয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছেন অদ্রিজা। কখনও স্কাই ডাইভিং করে, *কখনও প্রমোদতরীতে গায়ে রোদ মেখে দিন কাটিয়েছেন। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
8/11
*লিমুজিনে অদ্রিজার স্বপ্নের সফর।
advertisement
9/11
*বর্ষবরণের রাতে দুবাইয়ে টলিউড অভিনেত্রী অদ্রিজা রায়।
advertisement
10/11
*অভিজাত প্রমোদতরীতে অভিনেত্রী।
advertisement
11/11
*টলিউডে বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেছেন অদ্রিজা। বড় পর্দা হোক বা ধারাবাহিক, ওটিটি, সব ক্ষেত্রেই তিনি সাবলীল। এ বারে অভিনেত্রীকে দেখা গিয়েছে দুবাইয়ে অভিজাত রিসোর্টে।