Rajdeep-Jasmine: 'আমার জীবনে কোনও ফিল্টার নেই..' জ্যাসমিনের কাঁধে মাথা রেখে ছবি, প্রেমগুঞ্জন নিয়ে বললেন রাজদীপ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rajdeep-Jasmine: গত কয়েক সপ্তাহ ধরে টেলিপাড়ার এই দুই তারকার ছবিতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালে অভিনয় করছেন তাঁরা।
advertisement
1/10

টলিপাড়ায় ‘নতুন প্রেমের গান’। গুঞ্জনের সুবাস আকাশে বাতাসে। ইনস্টাগ্রামে ইঙ্গিত মিলেছে নতুন জুটির। জ্যাসমিন রায় এবং রাজদীপ গুপ্ত।
advertisement
2/10
গত কয়েক সপ্তাহ ধরে টেলিপাড়ার এই দুই তারকার ছবিতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালে অভিনয় করছেন তাঁরা।
advertisement
3/10
কিন্তু... কেবল কর্মসূত্রে তোলা ছবি বলে মনে করছেন না অনেকেই। কোথাও খেতে যাওয়া, কোথাও পিকনিকে যাওয়া... হয়তো কেবল জুটিতে নয়, যাচ্ছেন আরও বন্ধুদের সঙ্গে, কিন্তু দু’জনকে যেন ভিড়েও আলাদা মনে হচ্ছে।
advertisement
4/10
গত বৃহস্পতিবার জ্যাসমিন-রাজদীপ একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, জ্যাসমিনের কাঁধে মাথা দিয়ে বসে রাজদীপ। অপূর্ব সেই সাদাকালো ছবিতে যুগলকে বড়ই সুন্দর দেখাচ্ছে।
advertisement
5/10
রাজদীপ ক্যাপশনে লিখেছেন, ‘সল্ট অ্যান্ড পিপার’। দু’জনের সেই ছবি ইতিমধ্যে ভাইরাল। জানা গিয়েছে, সিরিয়ালের গোটা টিম মিলে শীতকালীন পিকনিকে গিয়েছিল। সেখানেই তোলা ছবি।
advertisement
6/10
তাঁরা কি প্রেম করছেন? রাজদীপকে প্রশ্ন করা হল নিউজ18 বাংলার তরফে। নায়কের কথায়, ‘‘আমার ব্যক্তিগত জীবন এবং আমার সোশ্যাল মিডিয়ায় কোনও ফিল্টার নেই। আমার জীবন খোলা বইয়ের মতো। যা করি সবই লোকে জানতে পারে।’’
advertisement
7/10
স্বীকার বা অস্বীকার, কোনওটাই করলেন না রাজদীপ। কিন্তু এই উত্তর যেন কিছু ইঙ্গিত করছে। তবে সোশ্যাল মিডিয়ায় যে ঘনিষ্ঠতা ধরা পড়ছে রাজদীপ-জ্যাসমিনের ছবিতে, তা কি সত্যি? কোনও ফিল্টার বা ছাঁকনির প্রয়োজন পড়ছে না যেখানে…
advertisement
8/10
টলিউড অভিনেতা গৌরব মণ্ডলের সঙ্গে প্রেম ছিল জ্যাসমিন। যে সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি জ্যাসমিন। কিন্তু গত বছর শুরুতেই সেই সম্পর্ক ভেঙেছে। তবে কি এবার রাজদীপেই ভরসা রাখলেন নায়িকা?
advertisement
9/10
এক সংবাদমাধ্যমকে নায়িকা জানিয়েছেন, তিনি এই বিষয়ে স্পষ্ট কোনও উত্তর এখনই দিতে চান না। জ্যাসমিন জানান, রাজদীপ তাঁর বহু দিনের বন্ধু। আর এখন তাঁরা সহ-অভিনেতা।
advertisement
10/10
কিন্তু এর থেকে বেশি নতুন কিছু সম্পর্ক তৈরি হয়েছে কিনা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন জ্যাসমিন। নায়ক-নায়িকা দু’জনেই খানিক যেন রহস্য রেখেই চলতে চাইছেন। এবার সময় স্পষ্ট উত্তর দেবে।