TRENDING:

Rahul Arunoday Banerjee-Priyanka Sarkar : কেবল সহজ নয়, প্রেমের টানে এক হলাম আমি আর প্রিয়াঙ্কা, আইনি লড়াইয়ে ইতি টেনে বললেন রাহুল

Last Updated:
Rahul Arunoday Banerjee-Priyanka Sarkar : বিবাহবিচ্ছেদের যে মামলা হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে। ২০১৮ সাল থেকে আদালতে মামলা চলছিল৷ অবশেষে দীর্ঘ পাঁচ বছরের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
advertisement
1/10
কেবল সহজ নয়, প্রেমের টানে এক হলাম আমি-প্রিয়াঙ্কা, আইনি লড়াইয়ে ইতি, বললেন রাহুল
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। ২০০৮ সাল থেকে এই দুই নাম যেন অবিচ্ছেদ্য। ‘চিরদিনই তুমি যে আমার’ তাঁদের প্রেমগাথার শিরোনাম যেন ১৫ বছর ধরে এই চার শব্দকে ঘিরেই।
advertisement
2/10
মাঝে যদিও বা ছাদ আলাদা হয়েছিল, কিন্তু মন কষাকষি হলেও বিষিয়ে যায়নি কোনও দিন। তাই ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে গেলেও আইনি বিচ্ছেদ সেরে উঠতে পারেননি। আশায় ভরসা ছিল তারকা দম্পতির।
advertisement
3/10
সেই আশাই আজ পূরণ হল। নিউজ18 বাংলাকে জানালেন, িববাহবিচ্ছেদের যে মামলা হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে। ২০১৮ সাল থেকে আদালতে মামলা চলছিল৷ অবশেষে দীর্ঘ পাঁচ বছরের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
advertisement
4/10
তারকা দম্পতির মাঝে সেই আইন আর কাঁটা হয়ে দাঁড়াতে পারল না। ছেলে সহজকে নিয়ে ফের সংসার করার জন্য প্রস্তুত তাঁরা। এক ছাদের তলায় আসতেও আর বেশি দেরি নেই।
advertisement
5/10
বেশ কিছু মাস আগে রাহুল নিউজ18 বাংলাকে বলেছিলেন, ‘‘সহজের বাবা-মা একসঙ্গেই আছে।’’ এবার রাহুল বললেন, ‘‘কেবল সহজের বাবা-মা নয়, রাহুল-প্রিয়াঙ্কা একসঙ্গেই আছে।’’
advertisement
6/10
অর্থাৎ কেবল সন্তানের জন্য নয়, একে অপরের প্রতি প্রেমের টানেই এক হয়েছেন যুগল। রাহুলের মতে, দু’টি মানুষ যদি নিজে থেকে না চায়, তাহলে কারও জন্যই তারা এক হতে পারে না। সে সন্তানই হোক না কেন।
advertisement
7/10
তবে এখনও যে পাকাপাকি ভাবে এক ছাদের তলায় থাকতে পারছেন, তা নয়। কারণ প্রিয়াঙ্কাকে নিজের বৃদ্ধ বাবা-মায়ের কাছে থাকতে হয়। উল্টোদিকে রাহুলের মায়েরও বয়স হয়েছে।
advertisement
8/10
তবে রাহুলের কথায় জানা গেল, খুব তাড়াতাড়ি প্রিয়াঙ্কার বাড়ির কাছে ফ্ল্যাট কিনে মাকে নিয়ে যাবেন। তখন থেকে আবার একত্রবাস শুরু। এখনও সুযোগ পেলে রাহুল ও প্রিয়াঙ্কা একত্রবাস করছেন ছেলেকে সঙ্গে নিয়ে।
advertisement
9/10
রাহুল জানালেন, এতদিন ধরে ধীরে ধীরে সমস্যা মিটিয়েছেন দম্পতি। কথা বলে, নিজেদের সময় দিয়ে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আবারও তাঁরা প্রেমিক-প্রেমিকা হলেন। স্বামী-স্ত্রী তো ছিলেনই, এবার সেই পল্লবী ও কৃষ্ণকে পেল ভক্তরা।
advertisement
10/10
আইনি লড়াইয়ে ইতি টানতেই দিন দুয়েক আগে রাহুল ফেসবুকে পোস্ট করেন, ‘আজ প্রবল বৃষ্টি…তাই বোধহয় ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব… নতুন সুযোগ, আবার একসাথে।’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rahul Arunoday Banerjee-Priyanka Sarkar : কেবল সহজ নয়, প্রেমের টানে এক হলাম আমি আর প্রিয়াঙ্কা, আইনি লড়াইয়ে ইতি টেনে বললেন রাহুল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল