Mimi Chakraborty-Shakib Khan: নয়া জুটির খবর ফাঁস! বাংলাদেশের সুপারস্টার শাকিবের সঙ্গে মিমি, ‘তুফান’ তুলবেন নাবিলার সঙ্গে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Mimi Chakraborty-Shakib Khan: শেষমেশ জল্পনা-কল্পনার অবসান। এপার বাংলার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা, এই দুই নারীই হাতে তুলবেন তরবারি।
advertisement
1/7

কলকাতা: সীমানা পেরিয়ে নতুন ভূমিকায় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেতা শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে টলিউডের সুপারস্টারকে। তাঁদেরই সঙ্গে যোগ দেবেন ওপার বাংলার উচ্চপ্রশংসিত অভিনেত্রী নাবিলা। পর্দায় ‘তুফান’ তুলবেন তিন তারকা।
advertisement
2/7
বহুদিন ধরেই ‘তুফান’ নিয়ে চর্চা চলছিল দুই বাংলার সিনেপাড়ায়। শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে, তা নিয়ে ধন্দে ছিলেন ভক্তরা।
advertisement
3/7
শেষমেশ জল্পনা-কল্পনার অবসান। এপার বাংলার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা, এই দুই নারীই হাতে তুলবেন তরবারি।
advertisement
4/7
রায়হান রাফি পরিচালিত এবং ‘আলফা-আই’, ‘চরকি’, এবং ‘এসভিএফ’ প্রযোজিত ‘তুফান’-এর ঘোষণা হয়েছিল আগেই। কিন্তু প্রাথমিকভাবে নায়কের কাস্টিং নিয়ে স্পষ্ট হলেও নায়িকার সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।
advertisement
5/7
এই ছবির সঙ্গে নিজের নাম জড়ানোর পরে মিমি বলেন, ‘‘কর্মসূত্রে হোক বা অবসর কাটাতে, বাংলাদেশ-যাত্রা আমার কাছেই সবসময়েই খুব আনন্দের। প্রথমবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য মুখিয়ে রয়েছি।’’
advertisement
6/7
‘‘দুই দেশের তিনটি প্রোডাকশন পাওয়ার হাউস আলফা-আই, চরকি এবং এসভিএফের সঙ্গে কাজ করছি, এরকম সুযোগ পাওয়ার পর যে কেউ অধীর আগ্রহে অপেক্ষা করবে। আমিও তাই। আমি চেষ্টা করব দর্শকদের একেবারে নতুন কিছু উপহার দেওয়ার।’’
advertisement
7/7
‘আয়নাবাজি’ খ্যাত নায়িকা নাবিলা এই ‘তুফান’-এর মাধ্যমেই ফের পর্দায় ফিরছেন বেশ কিছুদিন পরে। নাবিলার কথায়, ‘‘কাজে ফেরার মধ্যে একটি অদ্ভুত আনন্দ আছে। এতদিন পর্দা থেকে দূরে থাকার পর আবার কাজ শুরু করব, ভেবেই উত্তেজিত আমি। এখন আমার সমস্ত ফোকাস এই কাজটির উপরে।’’