advertisement
1/9

আজও স্তব্ধ টালিগঞ্জ স্টুডিওপাড়া অনিশ্চয়তার কালো মেঘ দেখছেন দর্শকেরা ৷ ফলত একটা দোলাচল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/9
বাংলা টেলিভিশনের সমস্ত জনপ্রিয় ধারাবাহিকের শুটিং গতকাল থেকেই বন্ধ রয়েছে ৷ ফলে দর্শকদের সামনে বড় প্রশ্নচিহ্ন, জট কাটবে কখন ? ছবি সংগৃহীত ৷
advertisement
3/9
স্তব্ধ স্টুডিওপাড়া, বন্ধ শুটিং ৷ আর্টিস্ট ফোরাম ও প্রোডিউসার গিল্ডের মধ্যে মতান্তরের জেরেই বন্ধ শুটিং ৷ আশা করা যাচ্ছে আজ কোনও রফাসূত্র মিলবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/9
গত মাসেও বন্ধ ছিল শুটিং একাদিক দাবি দাওয়ায় সরব হয়েছিলেন শিল্পী ও কলাকুশলীরাও ৷ তারপরে বৈঠকে সমাধানসূত্র বেরলেও গতকাল থেকে আবার স্তব্ধ হয়েছে স্টুডিওপাড়া ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/9
গত মাসে দাবি উঠেছিল রাত দশটার পরে আর শুটিং হবেনা, বেতন বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত হবে বেতন পাওয়ার দিন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/9
মেটাতে হবে বকেয়া সব ৷ তাঁরা দাবি করেছিলেন মাসের নির্দিষ্ট দিনের মধ্যেই পারিশ্রমিক দিতে হবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/9
স্টুডিওপাড়ায় সব কর্মীদের অতিরিক্ত সময়ে কাজ করলে ওভারটাইম পাননা ৷ যাঁরা ওভারটাইম পাননা তাঁরাও এবার দাবি করেছেন ওভার টাইমের ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/9
বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়াতে হবে এবং তা দ্রুততার সঙ্গে অন্তর্ভূক্ত করতে হবে ৷ প্রসঙ্গত এই সব নিয়েই সহমতে আসার পরেও আবার সিঁদুরে মেঘ দেখা দিয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
9/9
দর্শকদের প্রিয় ধারাবাহিকের তালিকা দীর্ঘ মনসা, রেশমঝাঁপি, কে হবে কোটিপতি, কৃষ্ণকলি, করুণাময়ী রাণী রাসমণি, কুসুমদোলা, ফাগুনবউ, বকুলকথা, জয়ী, ভজ গোবিন্দ, পুলিশ ফাইলস, দেবী চৌধুরাণী, টেক্কা রানি বাদশা, জয়বাবা লোকনাথ আরও অনেক ৷ ছবি সংগৃহীত ৷