TRENDING:

বিয়ের পরেই ত্বকে দাগড়া দাগড়া লালচে দাগ ! এ কোন বিড়ম্বনার মুখে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাইয়ের স্ত্রী নীলম? জেনে নিন নিরাপদে হলুদ ব্যবহার করার উপায়

Last Updated:
বিয়ের পরেই প্রবল বিপত্তির মুখে পড়েছেন প্রিয়াঙ্কার ভাইয়ের স্ত্রী নীলম। আসলে নিজের হলদি বা গায়ে হলুদ অনুষ্ঠানের পরেই স্কিন অ্যালার্জির শিকার হয়েছেন তিনি। আর সেটাই নিজের ইনস্টাগ্রামে তুলে ধরেছেন নীলম। এমনকী তাঁর কাঁধের কাছে লাল দাগ এবং কলাবোনের কাছে ত্বক পুড়েও গিয়েছিল।
advertisement
1/6
বিয়ের পরেই ত্বকে দাগড়া দাগড়া লালচে দাগ ! এ কোন বিড়ম্বনার মুখে পড়লেন নীলম
গত ৭ ফেব্রুয়ারি নীলম উপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া। আর ভাইয়ের বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানেই যোগ দিয়ে প্রচুর আনন্দ করতে দেখা গিয়েছে খোদ দেশি গার্ল-কে। তাঁর নাচের ছবি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই বিয়ের পরেই প্রবল বিপত্তির মুখে পড়েছেন প্রিয়াঙ্কার ভাইয়ের স্ত্রী নীলম। আসলে নিজের হলদি বা গায়ে হলুদ অনুষ্ঠানের পরেই স্কিন অ্যালার্জির শিকার হয়েছেন তিনি। আর সেটাই নিজের ইনস্টাগ্রামে তুলে ধরেছেন নীলম। এমনকী তাঁর কাঁধের কাছে লাল দাগ এবং কলাবোনের কাছে ত্বক পুড়েও গিয়েছিল। সেই ছবিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। নীলমের দাবি, হলুদ মাখার পর দীর্ঘক্ষণ রোদে থাকার জেরে ত্বকে এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
advertisement
2/6
নিজের ইনস্টাগ্রাম স্টোরি একটি পোস্ট শেয়ার করে নীলম বলেন যে, পৃথিবীতে কী রয়েছে? আমার মনে হয়, রোদে হলুদ বাটা বা হলদি পেস্টের প্রতিক্রিয়া এটা। যদিও আমি অনুষ্ঠানের দিন কয়েক আগেই প্যাচ টেস্ট করেছিলাম। আর সব কিছু তখন তো ঠিকই ছিল।
advertisement
3/6
বলে রাখা ভাল যে, মুম্বইয়ে মহাসাড়ম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন সিদ্ধার্থ চোপড়া এবং নীলম। আর ভাইয়ের বিয়ের জমকে যেন আলাদা মাত্রা যোগ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া এবং মান্নারা চোপড়া। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা প্রত্যেকটি অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। হলদি অনুষ্ঠান বা গায়ে হলুদের অনুষ্ঠানের ছবিও ভাগ করে নিয়েছিলেন। আসলে হলুদ এমন একটা উপাদান, যা সবার ত্বকের জন্য উপযুক্ত নয়। অনেক সময় দেখা যায় যে, বহু কনেরই গায়ে হলুদ হওয়ার পর ত্বকের অ্যালার্জি দেখা দেয়। এক বছর আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী কৃতী খারবান্দা। তিনি গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদের বদলে মুলতানি মাটি ব্যবহার করেছিলেন।
advertisement
4/6
হলুদ এবং সূর্যালোকের প্রভাব: হলুদের মধ্যে বায়োঅ্যাক্টিভ উপাদান থাকে। যার নাম কারকিউমিন। এর মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ধর্মী উপাদান থাকে। ত্বকের জেল্লা আনতে এবং আরাম দিতেই মূলত এটি ব্যবহার করা হয়ে থাকে। এমনকী ত্বকের শুষ্কতা এবং সোরিয়াসিসের মতো অবস্থা থেকে মুক্তি দিতেও সাহায্য করে হলুদ। এর জেরে অনেক সময় ফটোসেনসিটিভিটি হতে পারে। যার ফলে সূর্যালোকে ত্বক আরও সংবেদনশীল হয়ে পড়ে। অতিবেগুনি রশ্মি বা ইউভি রে-র প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি হয় কিছু মানুষের ক্ষেত্রে। যার জেরে ত্বকে লালচে ভাব, অস্বস্তি অথবা মৃদু সানবার্ন পর্যন্ত হতে পারে। ত্বকে হলুদ মেখে সূর্যালোকের সংস্পর্শে এলে ডার্ক স্পট বা কালো দাগ দেখা দিতে পারে। এটা বিশেষ করে তাঁদের পক্ষে সম্ভব, যাঁদের সংবেদনশীল অথবা মেলানিন-সমৃদ্ধ ত্বক হয়।
advertisement
5/6
ত্বকে নিরাপদে হলুদ ব্যবহারের উপায় কী? ১. ত্বকে হলুদ মাখার আগে প্যাচ টেস্ট করা জরুরি। কানের পিছনে অথবা হাতে ত্বকের প্যাচ টেস্ট করা যেতে পারে। এরপর ত্বকে অ্যালার্জি বেরোচ্ছে কি না, তা দেখার জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। ২. সূর্যালোক এড়াতে টারমারিক মাস্ক বা হলুদের মাস্ক রাতে প্রয়োগ করতে হবে। হলুদ সংক্রান্ত কোনও প্রলেপ রাতেই লাগানো উচিত।
advertisement
6/6
৩. দিনে যদি হলুদ লাগানো হয়, তাহলে সব সময় নেতিবাচক প্রতিক্রিয়া এড়াতে এসপিএফ৩০ বিশিষ্ট সানস্ক্রিন মাখতে হবে। ৪. হলুদের সঙ্গে দই, মধু অথবা অ্যালোভেরার মতো উপাদান যোগ করে মিশ্রণ বানালে এর প্রভাব অনেকটাই কমে যায়। সেই সঙ্গে কমে অস্বস্তিও। এছাড়া মনে রাখতে হবে যে, অতিরিক্ত হলুদ ব্যবহার করা চলবে না। আর সমস্ত হলুদ গুঁড়ো কিন্তু বিশুদ্ধ নয়। সস্তা এবং ভেজাল হলুদ গুঁড়ো কিন্তু ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
বিয়ের পরেই ত্বকে দাগড়া দাগড়া লালচে দাগ ! এ কোন বিড়ম্বনার মুখে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাইয়ের স্ত্রী নীলম? জেনে নিন নিরাপদে হলুদ ব্যবহার করার উপায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল