TRENDING:

হেসে খেলে কাটিয়ে দিলেন ১২ বছর, এক ঝলকে অভি-অ্যাশের প্রেম কাহিনি

Last Updated:
advertisement
1/8
হেসে খেলে কাটিয়ে দিলেন ১২ বছর, এক ঝলকে অভি-অ্যাশের প্রেম কাহিনি
একজন বলিউডের সর্বকালের সেরা সুন্দরীদের অন্যতম, অন্যজনের সঙ্গে রয়েছে বংশ পরিচয়৷ তবে দুজনের মিলনের পথ যেমন সহজ ছিল না, তেমনই সহজ ছিল না বিবাহিত জীবনও৷ সব কিছু উপেক্ষা করে ১২ বছর পেরিয়ে আজা তারা বলিউডের পাওয়ার কাপল৷ দেখে নিন কেমন ছিল অভি-অ্যাশের জার্নি৷
advertisement
2/8
রথম আলাপ ২০০০ সালে ঢাই অক্ষর প্রেম কী-র সেটে৷ ঐশ্বর্য তখন সলমনের প্রেমে ডুবে রয়েছেন৷ অভিষেকের বাগদত্তা করিশ্মা৷ প্রথম আলাপে তাই সম্পর্ক পেশাদারিত্বের গণ্ডি পেরোয়নি কোনও ভাবেই৷
advertisement
3/8
কুছ না কহোর সেটে দুজনের বন্ধুত্ব হলেও প্রেম শুরু হয় ২০০৫ সালে বান্টি অউর বাবলি ছবির কজরা রে গানের সেটে৷ তবে দুজনেই গোপন রেখেছিলেন সম্পর্ক৷ পরের বছর উমরাও জান ছবির মু্ক্তির সময় থেকেই সম্পর্কের জন্য শিরোনামে উঠে আসেন অভি-অ্যাশ৷ যদিও উমরাও জান বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল৷
advertisement
4/8
উমরাও জান সাফল্য না পেলেও হিট করে ধুম থ্রি৷ কারণ ততদিনে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে বিয়ের দিন নিয়ে৷ এমনকী, হৃতিকের সঙ্গে অ্যাশের চুমু নিয়েও জলঘোলা করেছিলেন বচ্চনরা৷ সেই ক্ষতয় প্রলেপ দিয়েছিল গুরু ছবির সাফল্য৷ বিয়ের ৩ মাস আগে মু্ক্তি পাওয়া ছবিতে দুজনের কেমিস্ট্রিই বলে দিয়েছিল বচ্চন বহু হতে চলেছেন ঐশ্বর্য৷
advertisement
5/8
২০০৭ সালে দুজনের বিয়ে নিয়ে দারুণ হৈ চৈ হলেও বিয়ের পথ মোটেও সহজ ছিল না৷ একদিকে মাঙ্গলিক হওয়ার জন্য সঙ্গটমোচন মন্দিরে রাতের অন্ধকারে দোষ কাটানো হয় ঐশ্বর্যর, অন্যদিকে বয়সে ছোট, কেরিয়ারের দৌড়ে পিছিয়ে থাকায় অভিষেককেও শুনতে হয়েছিল নানা কটাক্ষ৷ কিন্তু সব কিছু উপেক্ষা করেও একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা৷
advertisement
6/8
বিয়ের পর ১২ বছরে মাত্র দুবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভি-অ্যাশ৷ প্রথম বার সরকার রাজ ছবিতে, দ্বিতীয় বার রাবণ ছবিতে৷ তবে একসঙ্গে লাক্স ও টিটিকে প্রেস্টিজ এনডর্স করেন তারা৷ কান ফিল্ম ফেস্টিভ্যাল ও ওপর উইনফ্রে শো-তে একসঙ্গে এসেওছেন৷
advertisement
7/8
ব্যক্তিগত জীবনেও কুসুমাস্তী্ণ ছিল না দুজনের৷ বচ্চন পরিবারের সঙ্গে থাকতে থাকতে ক্রমশই জটিলতা বাড়ছিল সম্পর্কে৷ কখনও পাপারাৎজিদের ক্যামেরার সামনে দুজনের সম্পর্কের দুরত্ব ধরা পড়েছে অভিষেকের আচরণে, কখনও পুত্রবধূর জনপ্রিয়তায় বিরক্ত হয়ে মেজাজ হারিয়েছেন শাশুড়ি জয়া৷
advertisement
8/8
তবে সব টানাপড়েনের মাঝে তাদের জীবনে খুশি নিয়ে এসেছে মেয়ে আরাধ্যা৷ বচ্চন বাড়ি থেকে বেরিয়ে আলাদা সংসারও পেতেছেন তারা৷ সবশেষে নিন্দুকের মুখে ছাই দিয়ে সব রকম ওঠাপড়ায় একে অপরের পাশে থেকে বুঝিয়ে দিয়েছেন তারা সত্যিই বলিউডের পাওয়ার কাপল৷ আর তাই ফ্লাশ বাল্পেবর ঝলকানি, পরিবার, সব কিছু থেকে দূরে মলদ্বীপে শুধু নিজেদের সঙ্গেই ১২ বছরের বিবাহ বার্ষিকী উদযাপন করছেন অভি-অ্যাশ৷ সঙ্গে রয়েছে শুধু ৭ বছরের মেয়ে আরাধ্যা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
হেসে খেলে কাটিয়ে দিলেন ১২ বছর, এক ঝলকে অভি-অ্যাশের প্রেম কাহিনি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল