TRENDING:

Dewar-Bhabi OnScreen Romance: দাদার আগেই বৌদির সঙ্গে দীর্ঘ চুমু দেওরের! বিয়ে হতেই বদলে গেল সব, তারপর....

Last Updated:
এই দু’জন নিজের দেওর ও বৌদি। কিন্তু পর্দায়, তারা রোমান্টিক দৃশ্যে উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু এখানে মোড় হল....
advertisement
1/7
দাদার আগেই বৌদির সঙ্গে দীর্ঘ চুমু দেওরের! বিয়ে হতেই বদলে গেল সব, তারপর....
সিনেমার জগতে যে কোনও কিছুই সম্ভব। এমন অনেক উদাহরণ আছে যেখানে সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করা একজন সুন্দরী কিছু সময় পর একই নায়কের ছোট বোন বা বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেন।
advertisement
2/7
এই দু’জন নিজের দেওর ও বৌদি। কিন্তু পর্দায়, তারা রোমান্টিক দৃশ্যে উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু এখানে মোড় হল, যখন দুজনের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল, তখন নায়িকা বিবাহিত ছিলেন না। তার মানে সেই সময় নায়ক-নায়িকার মধ্যে কোনও সম্পর্ক ছিল না।
advertisement
3/7
সেই সিনেমার পর, নায়িকা নায়কের ভাইয়ের প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন। তারা আর কেউ নন, বিশাল এবং শ্রিয়া রেড্ডি। হ্যাঁ.. শ্রিয়া রেড্ডি, যিনি সালারে রমা রাধা মান্নার চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি বিশালের নিজের পুত্রবধূ হবেন।
advertisement
4/7
'পোগারু' সিনেমায় দু’জনে একসঙ্গে অভিনয় করেছিলেন। এই সিনেমার একটি গানে তাদের রসায়ন ছিল অনবদ্য। লম্বা চুম্বনে ডুবে ছিলেন তাঁরা। এই ছবির পরই শ্রিয়া রেড্ডি বিশালের ভাই বিক্রম কৃষ্ণের প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন। আসলে, তাদের উভয় পরিবারের মধ্যে ইতিমধ্যেই ভাল সম্পর্ক ছিল।
advertisement
5/7
২০০২ সালে তেলুগু দর্শকদের সঙ্গে শ্রিয়া রেড্ডির পরিচয় হয় ওড়িশা ছবির মাধ্যমে, যেখানে রাজা নায়ক হিসেবে অভিনয় করেছিলেন। এই ছবিটি বাণিজ্যিকভাবে ভাল ব্যবসা করতে পারেনি। এরপর তিনি শরবানন্দ আম্মা কাদাথি ছবিতেও অভিনয় করেন। এটাও শ্রিয়া রেড্ডির ক্যারিয়ারের জন্য খুব একটা বড় সুবিধা ছিল না।
advertisement
6/7
এরপর, তিনি সম্পূর্ণ তামিল ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেন। সে আবার সালারের সঙ্গে কাজ করেন। এই ছবিতে মান্নার চরিত্রে রাধা রাম অসাধারণ অভিনয় করেছিলেন। আসলে, প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারনের পর, এই ছবিতে এই চরিত্রটিই সবচেয়ে বেশি সুযোগের ছিল। আসলে, তেলুগু মানুষ যখন শ্রিয়া রেড্ডির মুখ দেখেন, তখন তাদের পোগারু সিনেমার কথা মনে পড়ে।
advertisement
7/7
এই ছবিতে বিশাল খল চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের স্বাভাবিকভাবে ভয় পাইয়ে যায়নি। এই সিনেমায় তিনি ঈশ্বরী চরিত্রে অভিনয় করেছিলেন। শ্রিয়া রেড্ডি বর্তমানে পবন কল্যাণের সঙ্গে তেলুগু ছবি ওজিতে কাজ করছেন। এই সিনেমায় তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। এর সঙ্গে, সালারের সিক্যুয়েলটিও শ্রিয়া রেড্ডির লাইনআপে রয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dewar-Bhabi OnScreen Romance: দাদার আগেই বৌদির সঙ্গে দীর্ঘ চুমু দেওরের! বিয়ে হতেই বদলে গেল সব, তারপর....
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল