সুন্দর মুখ নিয়ে সিনেমায় এসে যে 'কাজ' করলেন...! কী লজ্জা! মুখ লুকিয়েই বাঁচতে হয় এখন নায়িকাকে
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
বিনীতা মূলত তেলুগু সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন। তখন তিনি কলেজে পড়তেন। তখনই সুযোগ আসে প্রথম ছবির। অভিনয়ের জন্য নিজের আসল নাম লক্ষ্মী পরিবর্তন করে বিনীতা নাম গ্রহণ করেন।
advertisement
1/10

তামিল সিনেমার ৯০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। পেরিয়া কুট্টাম, কাট্টাবোম্মান, চিন্না জামিন, ভিয়েতনাম কলোনি, মিস্টার মাদ্রাজ সহ বহু সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন।
advertisement
2/10
করেছিলেন। সেই সময় তামিল যুবকদের হৃদয় জয় করে নিয়েছিলেন বিনীতা। সারথকুমার, প্রভুর মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গেও কাজ করেছিলেন। শুধু তামিল নয়, তেলুগু সিনেমাতেও ছিলেন শীর্ষস্থানীয় নায়িকা।
advertisement
3/10
সিনেমায় নাম বদলে নতুন জীবন শুরু--- বিনীতা মূলত তেলুগু সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন। তখন তিনি কলেজে পড়তেন। তখনই সুযোগ আসে প্রথম ছবির। অভিনয়ের জন্য নিজের আসল নাম লক্ষ্মী পরিবর্তন করে বিনীতা নাম গ্রহণ করেন।
advertisement
4/10
১৯৯১-৯২ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বিনীতা। তাঁর সৌন্দর্য তামিল সিনেমায় আলোড়ন তোলে। যদিও প্রথম সই করা তামিল সিনেমা ছিল 'ওঝিয়ান', তবে তার আগেই ১৯৯৩ সালে মুক্তি পায় 'কাট্টাবোম্মান', যেখানে সারথকুমারের বিপরীতে অভিনয় করেন তিনি।
advertisement
5/10
এরপর তিনি বিজয়কান্ত, কার্তিক, রামকি, জয়রামের মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করেন। শুধু 'গৃহবধূ'র চরিত্র নয়, গ্ল্যামারাস চরিত্রেও অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি।
advertisement
6/10
অভিনয়জগত থেকে হঠাৎ পতন, বিতর্ক ও অভিযোগ--- কিন্তু বিনীতা যখন সিনেমা জগতে নিজের অবস্থান হারাতে থাকেন, তখনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তাঁর বিরুদ্ধে যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। তামিলনাড়ু জুড়ে এই খবর আলোড়ন সৃষ্টি করে।
advertisement
7/10
পুলিশের হাতে গ্রেফতার হওয়ার সময় বিনীতাকে মুখ ঢাকা অবস্থায় দেখা যায়। সেই ছবি ভাইরাল হয়ে যায় এবং তাঁর ক্যারিয়ার আরও বিপর্যস্ত হয়ে পড়ে। শোনা যায়, গ্রেফতারের সময় তিনি প্রশ্ন করেছিলেন, "আমাকে যারা এই অবস্থায় এনেছে, তাদের বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেওয়া হবে না?"
advertisement
8/10
সত্যিটা কী ছিল? বিভিন্ন সূত্র বলছে, তিনি নিজের ভাইকে নিয়ে একটি সিনেমা বানানোর চেষ্টা করেছিলেন, আর সেই সুযোগ নিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁকে শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করেছিল। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান এবং এক সাক্ষাৎকারে জানান, "আমার ভাই সিনেমার চুক্তির জন্য সেখানে গিয়েছিল। আমি কখনও এই পেশার সঙ্গে যুক্ত ছিলাম না। আমি কি আমার মা আর ভাইকে সঙ্গে নিয়ে এই কাজ করতাম?"
advertisement
9/10
বিচার পেলেও ক্যারিয়ার আর ঘুরে দাঁড়াতে পারেননি--- ২০০৩ সালে গ্রেফতার হওয়ার পর ২০০৪ সালে আদালতে প্রমাণ হয় বিনীতা নির্দোষ। কিন্তু এত বড় বিতর্কের পর আর সিনেমায় আগের মতো কাজ পাননি তিনি। কয়েক বছর পর তিনি 'এঙ্গা রাসি নালা রাসি'সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেন, তবে কিছুদিন পরই চিরতরে সিনেমা জগত ছাড়েন।
advertisement
10/10
অভিনেত্রীদের মূল সম্পদ তাঁদের সৌন্দর্য। একসময় সৌন্দর্যের জন্য প্রশংসিত বিনীতা আজ নিজের মুখ ঢেকে রাখতে বাধ্য – এই বাস্তবতাই সত্যিই দুঃখজনক।