Bollywood Actress Gossip: ১২ জনের সঙ্গে চুটিয়ে প্রেম, স্বামীগৃহ ত্যাগ... খানেদের এই টপ নায়িকার কেরিয়ার ডুবে যায় মদের নেশায়, তারপর...
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bollywood Actress Gossip: বলিউডে একাধিক ছবিতে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছেন। সেই অভিনেত্রীরও খারাপ সময় এসেছে। পেশাগত থেকে ব্যক্তিগত জীবনে বারবার ঝড় নেমেছে। তাও আজও তিনি সেই রূপসী নায়িকা, যাঁর চোখে স্নিগ্ধ প্রেমের মায়া।
advertisement
1/11

এক কালে পরিচালকদের চোখের মণি ছিলেন তিনি। মায়াময়ী চোখে ভক্ত থেকে তারকাদের কুপোকাত করেছেন বহুবার। বলিউডে একাধিক ছবিতে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছেন। সেই অভিনেত্রীরও খারাপ সময় এসেছে। পেশাগত থেকে ব্যক্তিগত জীবনে বারবার ঝড় নেমেছে। তাও আজও তিনি সেই রূপসী নায়িকা, যাঁর চোখে স্নিগ্ধ প্রেমের মায়া।
advertisement
2/11
১৯৯১ সালে সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’ দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন। ছবিটি ছিল সুপারহিট। প্রথম ছবির পর থেকেই আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বলিউডের পরবর্তী সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যান তিনি।
advertisement
3/11
কেবল বলিউড নয়, দক্ষিণেও তাঁর সুখ্যাতি পৌঁছে গিয়েছিল। শাহরুখ খান, সলমন খান, আমির খান, অজয় দেবগন, জ্যাকি শ্রফ, সানি দেওল, গোবিন্দা-সহ অনেক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নায়িকার কেরিয়ারও ধ্বংস হয়ে যায়।
advertisement
4/11
আসক্তির কারণে শরীর ধসে যেতে শুরু করে। তারপর ক্যানসারের মতো মারণরোগও দানা বেঁধেছিল তাঁর শরীরে। যদিও সেই রোগের সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছেন তিনি। আজ আবারও তিনি বলিউড জগতে প্রতিষ্ঠিত। রোগের বিরুদ্ধে লড়াই করে ফিরে এসেছেন পর্দায়।
advertisement
5/11
তিনি মণীষা কৈরালা। ৯০-এর দশকে পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন সুপারস্টার। কিন্তু অল্প সময়ের মধ্যেই নিম্নমুখী হতে শুরু করে। একসঙ্গে ৫০টি ছবি ফ্লপ হয় তাঁর। তবে মণীষার জীবনে সুপারহিট ছবির সংখ্যা নেহাতই কম নয়। ‘গুপ্ত’, ‘দিল সে’, ‘কাচ্চে ধাগে’, এবং ‘মন’, ‘১৯৪২ আ লাভ স্টোরি’-র মতো ছবিগুলি আজও কাল্ট।
advertisement
6/11
কিন্তু ফ্লপ ছবির সংখ্যা বাড়তে শুরু করলে তিনি মানসিক অবসাদে ডুবে যেতে থাকেন। আর তখনই তাঁর জীবনে সঙ্গী হয়ে দাঁড়ায় মদ। এই অভ্যাসটি নায়িকার হাত থেকে ভাল কাজের সুযোগও ছিনিয়ে নিতে শুরু করে।
advertisement
7/11
তারপর ২০১২ সালে সবচেয়ে বড় ধাক্কা ক্যানসার। তবে তারপর লড়াই করে কেমো নিয়ে নিয়ে, নিয়মিত চিকিৎসা করিয়ে তিনি ক্যানসারকে হারাতে সক্ষম হন। প্রায় ১০ বছর ধরে তিনি ক্যানসার-মুক্ত।
advertisement
8/11
কেবল অভিনয়ের কারণে নয়, ব্যক্তিগত জীবনের কারণেও বারবার শিরোনাম দখল করতেন নেপালের মেয়ে মণীষা। প্রথমে তাঁর প্রথম ছবি ‘সওদাগর’-এর নায়ক বিবেকের সঙ্গে তাঁর নাম যুক্ত হয়। তারপর নানা পটেকরের সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়।
advertisement
9/11
ডিজে হুসেনের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল বলে শোনা যায়। এরপর একে একে সিসিল অ্যান্থনি, প্রশান্ত চৌধুরী, অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত ক্রিস্পিন কনরয়, আজিজ প্রেমজির ছেলে তারিক প্রেমজি, রাজীব মুলচান্দানি, সন্দীপ চৌতা এবং ক্রিস্টোফার ডেরিসের মতো ১২ জনের সঙ্গে প্রেম ছিল বলে জানা যায়।
advertisement
10/11
মনীষা ২০১০ সালে নেপালের সম্রাট দাহালকে বিয়ে করেছিলেন কিন্তু সেই বিয়ে ২ বছরের বেশি স্থায়ী হয়নি। ক্যানসার মুক্ত এবং আসক্তি মুক্ত হওয়ার পর, মণীষা অনেক ছবি এবং ওয়েব সিরিজ দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন করেছিলেন।
advertisement
11/11
কিন্তু চলতি বছর সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ওয়েব সিরিজ ‘হিরামান্ডি’-র কারণে তিনি ফের অভিনয়ের দক্ষতা দিয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন। খবরের শিরোনাম দখল করেন কাজের মধ্যে দিয়ে। এরপর তিনি আরও নতুন নতুন কাজ করতে চান বলেও জানিয়েছেন।