Bollywood Gossip: ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আমরা বড় হয়েছি’, সলমন খানের সঙ্গে বলিউডে কার এত বন্ধুত্ব?
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Entertainment: দু’পক্ষ সম্মতি হলে জুটি বাঁধতে কোনও অসুবিধা নেই।
advertisement
1/6

আশি এবং নব্বইয়ের দশক মানে সেলিম-জাভেদ জুটি। বলিউডে তখন রাজত্ব চালাচ্ছেন তাঁরাই। তাঁদের হাতেই তৈরি হয়েছে একাধিক কিংবদন্তী সিনেমা। কিন্তু পরবর্তী প্রজন্ম? না, সেলিম খানের ছেলে সলমন এবং জাভেদ আখতারের মেয়ে জোয়াকে জুটি বাঁধতে দেখা যায়নি আজ পর্যন্ত।
advertisement
2/6
এবার কী সেই আশা পূরণ হতে চলেছে? সম্প্রতি তেমনই ইঙ্গিত দিয়েছেন জোয়া আখতার। তিনি জানিয়েছেন, এমনটা হলে সোনায় সোহাগা হবে। তবে পুরোটাই নির্ভর করছে বিষয়বস্তুর উপর। দু’পক্ষ সম্মতি হলে জুটি বাঁধতে কোনও অসুবিধা নেই।
advertisement
3/6
‘লাক বাই চান্স’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘গালি বয়’-এর মতো একাধিক আইকনিক ছবি দর্শকদের উপহার দিয়েছেন জোয়া। তাঁর পরিচালনায় কাজ করেছেন বলিউডের তাবড় অভিনেতা, অভিনেত্রীরা। কিন্তু সলমন নন।
advertisement
4/6
বলিউডে এখন অন্য ধারার ছবির যুগ। এখানে গল্পই প্রধান। চরিত্রাভিনেতারা কাজ পাচ্ছেন আগের চেয়ে বেশি। কিন্তু তারপরেও ‘ভাইজান’-এর জন্য আলাদা জায়গা রয়েছে দর্শক হৃদয়ে। তাঁর ছবি দেখতে আজও উপচে পড়ে সিনেমা হল।
advertisement
5/6
বলিউড হাঙ্গামা-কে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে সলমনের সঙ্গে কাজ করার বিষয়ে জিজ্ঞেস করা হলে জোয়া বলেন, “দারুন ব্যাপার হবে। তিনি মেগাস্টার। অন্যরকমের ব্যক্তিত্ব। বিশাল ফ্যানবেস। তাঁর সঙ্গে কাজ করতে হলে এমন বিষয় খুঁজে বের করতে হবে, যা একই সঙ্গে আমার এবং সলমন, উভয়ের পছন্দসই হয়। পাশাপাশি সলমনের ভক্তদের কথাও মাথায় রাখতে হবে। যে মুহূর্তে আমরা এরকম কোনও গল্প পাব, ব্যস, অনেক মজা হবে।’’
advertisement
6/6
সেলিম-জাভেদ জুটির কাজ নিয়ে অ্যামাজন প্রাইমে তৈরি হয়েছে ডকু-সিরিজ ‘অ্যাংরি ইয়ং ম্যান’। এই সিরিজের সহ প্রযোজক জোয়া। ডকু-সিরিজ নিয়ে সলমনের সঙ্গেও আলোচনা করেন তিনি। ভাই তথা অভিনেতা এবং পরিচালক ফারহান আখতারকে নিয়ে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন জোয়া। সাক্ষাৎকারে তিনি বলেন, “দারুন অভিজ্ঞতা। বারান্দায় বসে একসঙ্গে চা খেলাম। কথা হল। সলমনের ভাগ্নেরা ওখানেই ছিলেন। গ্যালাক্সিতে ফিরে যাওয়া এক অন্যরকমের অনুভূতি, আমরা ওখানেই বড় হয়েছি। বাগানে খেলেছি। সব মনে পড়ে যাচ্ছিল।’’