TRENDING:

Bollywood Actress: মেঝে পরিষ্কার, বমি সাফ করতেন! বলিউডের সুপারহিট নায়িকা, বলুন তো ছোট্ট মেয়েটি কে

Last Updated:
Bollywood Actress: বলিউডে পায়ের তলা জমি শক্ত করতে কাঠখড় পুড়িয়েছেন অনেকেই। এমন এক সুপারস্টারও আছেন, যাঁকে এক সময় মেঝে পরিষ্কারের কাজ করতে হত। সেই সংগ্রামের পরেই সাফল্যের শীর্ষে পৌঁছে যান তিনি।
advertisement
1/6
মেঝে পরিষ্কার, বমি সাফ করতেন! বলিউডের সুপারহিট নায়িকা, বলুন তো ছোট্ট মেয়েটি কে
বলিউডে পায়ের তলা জমি শক্ত করতে কাঠখড় পুড়িয়েছেন অনেকেই। এমন এক সুপারস্টারও আছেন, যাঁকে এক সময় মেঝে পরিষ্কারের কাজ করতে হত। সেই সংগ্রামের পরেই সাফল্যের শীর্ষে পৌঁছে যান তিনি।
advertisement
2/6
সেই অভিনেত্রীর ঝুলিতে অগুনতি পুরস্কার। হিট ছবির সংখ্যাও কিছু কম নয়। বড় পর্দার পর ওটিটি দিয়ে বিনোদন জগতে ফিরেছেন তিনি। ফের অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করেছেন সকলের।
advertisement
3/6
প্রযোজক রবি ট্যান্ডন এবং বীনা ট্যান্ডনের কন্যা রবীনা ট্যান্ডন। ফিল্মি পরিবার থেকে আসা সত্ত্বেও পরিবারের পক্ষ থেকে পাননি বিশেষ কোনও সাহায্য। মেঝে পরিষ্কার করা থেকে শুরু করে মানুষের বমি পরিষ্কার করা পর্যন্ত সব কিছুই করেছেন।
advertisement
4/6
বলিউডে রবীনার হাতেখড়ি হয় 'পাত্থর কি ফুল' ছবি দিয়ে। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সলমন খান। বক্স অফিসে সফল হয়েছিল সেই ছবি। তার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবি করেন রবীনা।
advertisement
5/6
১৯৯৪ সালে রবীনার ১০টি ছবি মুক্তি পায়। এর মধ্যে চারটি ছবি 'মোহরা', 'দিলওয়ালে, 'আতিশ' এবং 'লাডলা' সে বছরের সর্বোচ্চ আয়কারী ছবি। এর পরে তিনি 'আনারি নং ওয়ান', 'বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ', 'খিলাড়ি কা খিলাড়ি', 'ঘরওয়ালি বাহারওয়ালি', 'আন্টি নং ১' এবং 'জিদ্দি'র মতো অনেকগুলি ব্লকবাস্টার ছবি উপহার দেন।
advertisement
6/6
২০২১ সালে রবীনা ওটিটি-তে পা রাখেন। 'আরণ্যক' ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শক-মনে ছাপ ফেলে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress: মেঝে পরিষ্কার, বমি সাফ করতেন! বলিউডের সুপারহিট নায়িকা, বলুন তো ছোট্ট মেয়েটি কে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল