Bollywood Gossip: দু’বারের ডিভোর্সি পাত্রের গলায় মালা এই বাঙালি নায়িকার, সন্তান জন্মের পরই ঘটে বিরাট ফাঁড়া!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বলিউডে তাঁর অভিনীত ছবির সংখ্যাও নেহাত কম নয়৷ এখন বিয়ে করে ঘর সংসার করছেন৷ একটি ফুটফুটে মেয়ের মা তিনি৷ বলিউডে লিডিং নায়িকাদের মধ্যে তাঁর নাম না থাকলেও তিনি সেক্স বম্ব৷ এবং অতি জনপ্রিয় এই বঙ্গ কন্যা৷
advertisement
1/10

বাঙালি মেয়ে, বাংলায় বড় হয়েছেন৷ তারপর বিরাট মডেলিং কেরিয়ার৷ এবং বলিউডে তাঁর অভিনীত ছবির সংখ্যাও নেহাত কম নয়৷ এখন বিয়ে করে ঘর সংসার করছেন৷ একটি ফুটফুটে মেয়ের মা তিনি৷ বলিউডে লিডিং নায়িকাদের মধ্যে তাঁর নাম না থাকলেও তিনি সেক্স বম্ব৷ এবং অতি জনপ্রিয় এই বঙ্গ কন্যা৷
advertisement
2/10
ইনি আর কেউ নন, বিপাশা বসু৷ বাংলায় হাতে গোনা কাজ করেছেন বিপাশা৷ তবে বলিউডে তিনি অনেক ছবিতে অভিনয় করেছেন৷ ইন্টৈর্ন্যাশনল মডেল বিপাশা বহু র‍্যাম্প হেঁটেছেন৷ বহুদিন ধরে তিনি বলিউডে অভিনেত্রী হিসেবেও কাজ করছেন৷
advertisement
3/10
রূপের ডালি, গুণেও তুখোর বিপাশার ছোটবেলা কেটেছে দিল্লিতে৷ এরপরই তাঁদের পরিবার চলে আসে কলকাতায়৷ সেখানেই বড় হন বিপাশা৷ স্কুলে তিনি ছিলেন হেড গার্ল৷ ছোট ছোট চুলের বিপাশাকে সকলে লেডি গুন্ডা হিসেবে চিনত সকলে৷ এরপর একটি অনুষ্ঠানে বিপাশাকে দেখে মডেলিং-এর পরামর্শ দেন মেহর জেসিয়া৷ সেখান থেকে শুরু বিপাশার জার্নি৷ এরপর মডেলিং থেকে বলিউড যাত্রা শুরু হয় বিপাশার৷ প্রথম ছবির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান৷
advertisement
4/10
সেখান থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বিপাশা৷ সেখান থেকে জিসম ছবিটি নিয়ে চূড়ান্ত জনপ্রিয়তা পান বিপাশা৷ এমনকী পরবিন ববি এবং জিনাত আমনের সঙ্গে তুলনা হতে থাকে বিপাশার৷
advertisement
5/10
৭ জানুয়ারি, আজ, বিপাশার জন্মদিন৷ ৪৬ বছরে পা দিলেন অভিনেত্রী৷ করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন তিনি৷ তাঁদের একটি ছোট মেয়ে রয়েছে নাম দেবী বসু গ্রোভার৷
advertisement
6/10
বিপাশাকে শেষ দেখা গিয়েছিল ২০১৫ সালের হরর ফিল্ম 'এলোন'-এ। এতে তিনি যমজ বোন সঞ্জনা ও অঞ্জনার ভূমিকায় অভিনয় করেন। এই ছবিতে বিপাশার সঙ্গে তার স্বামী ও অভিনেতা করণ সিং গ্রোভার মুখ্য ভূমিকায় ছিলেন। এই ছবির পর ২০১৬ সালে অভিনেতা করণকে বিয়ে করেন বিপাশা। এরপর থেকে তিনি চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তা সত্ত্বেও কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।
advertisement
7/10
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিপাশার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৩৩ কোটি টাকা। মুম্বইতে তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার মূল্য ১৬ কোটি টাকা বলে জানা গেছে। এখানে তিনি স্বামী করণ ও মেয়ে দেবীর সঙ্গে থাকেন। এছাড়া কলকাতায় একটি বিলাসবহুল বাড়ি রয়েছে এই অভিনেত্রীর ।
advertisement
8/10
বিপাশার আয়ের একটা বড় অংশ আসে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে। একটি ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়ার জন্য তিনি প্রায় ২কোটি রুপি ফি নেন। ব্র্যান্ড এনডোর্সমেন্ট ছাড়াও, বিপাশা রিয়েলিটি শো, ব্যক্তিগত ফাংশন এবং পডকাস্ট থেকে লক্ষ লক্ষ আয় করেন। বিপাশা রিয়েল এস্টেটেও বিনিয়োগ করেন।
advertisement
9/10
বিপাশা খুব বিলাসবহুল জীবনযাপন করেন। অভিনেত্রী ভক্সওয়াগেন বিটল (প্রায় ৩৩ লাখ টাকা), অডি Q7 (প্রায় ৯৫ লাখ টাকা) এবং টয়োটা ফরচুনার (প্রায় ৪৫লাখ টাকা) এর মতো গাড়ির মালিক।
advertisement
10/10
২০২৪ সালে এই অভিনেত্রী তাঁর জীবনের উপর একটি বই লেখার ঘোষণা দিয়েছিলেন। এই বইয়ের নাম এখনো ঠিক করা হয়নি।