Bollywood Actor : নায়ক হতে চেয়ে চাকরের রোল! চাউমিনের লোভে প্রথম ছবি, বলুন তো সেই সুপারস্টারটি কে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bollywood Actor Deepak Dobriyal : বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন অনেকেই। কেউ কেউ এবং পরিশ্রমের ভিত্তিতে সাফল্যও পান। তবে প্রথম ছবিতে কাজ করার সুযোগ পাওয়াটা সহজ নয়। চাউমিনের লোভে তার প্রথম ছবির জন্য অডিশন দিয়েছিলেন এই অভিনেতা।
advertisement
1/8

বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন অনেকেই। কেউ কেউ এবং পরিশ্রমের ভিত্তিতে সাফল্যও পান। তবে প্রথম ছবিতে কাজ করার সুযোগ পাওয়াটা সহজ নয়। চাউমিনের লোভে তার প্রথম ছবির জন্য অডিশন দিয়েছিলেন এই অভিনেতা। তবে নায়ক হয়ে ওঠা হয়নি তাঁর। পার্শ্ব চরিত্রে অভিনয় করে পেয়েছেন স্বীকৃতি।
advertisement
2/8
সংগ্রামের সূর্যে আলোকিত এই তারকা উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রাম থেকে দিল্লিতে এসে প্রথম থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্ন ছিল নায়ক হওয়ার। তবে সুযোগ পান চাকরের ভূমিকায় অভিনয়ের। কেরিয়ারের শুরুতে পায়ের তলার মাটি শক্ত করতে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করেন। কিন্তু একটি চরিত্র অভিনেতাকে আজীবন স্বীকৃতি দিয়েছে।
advertisement
3/8
কমিক স্টাইল দিয়ে ভক্তদের মন জয় করছেন তিনি। কৃশ চেহারা নিয়ে অনেক সময় হাসির খোরাক হতে হয়েছে তাঁকে। সেই প্রতিভাবান অভিনেতা হলেন দীপক ডোবরিয়াল। যাঁর মধ্যে রয়েছে অভিনয় এবং কমেডির দুর্দান্ত সমন্বয়।
advertisement
4/8
খুব অল্প বয়সেই দিল্লি চলে আসে দীপকের পরিবার। সেখান থেকে দ্বাদশ পাস করার পর অভিনয়ে কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন এই অভিনেতা। কিন্তু তাঁর পরিবার চেয়েছিল, তিনি সরকারি চাকরি করুন। তবে তার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল।
advertisement
5/8
অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বই আসেন দীপক। দীর্ঘদিন ধরে তিনি নিজের পরিচয় তৈরি করতে সংগ্রাম করেছেন। কিন্তু অভিনয়ে প্রতিভা দেখানোর সুযোগ পাইনি। মুম্বইতে তিনি একই ঘরে ছ'সাত জনের সঙ্গে থাকতেন।
advertisement
6/8
চার বছর ধরে স্ট্রাগল করার পর তিনি ভেঙে পড়েন। তারপর তাঁর এক বন্ধু তাঁকে চাউমিনের প্রলোভন করে দেখিয়ে 'মকবুল'-এর জন্য অডিশন দিতে রাজি করান। সেটিই ছিল তাঁর কেরিয়ারের প্রথম ছবি।
advertisement
7/8
অনেক ছবিতে ছোট চরিত্রে অভিনয় করার পর ২০১১ সালে তিনি কঙ্গনা রানাউত এবং আর মাধবনের 'তনু ওয়েডস মনু' ছবিতে কাজ করেছেন । এখান থেকেই তার ভাগ্যের দরজা খুলে যায়। এই ছবিতে তাঁর অভিনীত চরিত্রের কথা মনে পড়ে মানুষ এখনও হাসে। সুপারহিট এই ছবি তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়।
advertisement
8/8
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম ড্রামা ফিল্ম 'ওমকারা' -তে স্বীকৃতি পান দীপক। কিন্তু কঙ্গনার ছবি দিয়েই তিনি দর্শকমনে তাঁর ছাপ ফেলেছেন। এরপর তিনি ওটিটিতেও অভিনয় করেন। ডিম্পল কাপাডিয়ার সিরিজ 'সাস, বহু অর ফ্ল্যামিঙ্গো'-তে তার চরিত্রটিও অনেক পছন্দ হয়েছিল। তার প্রতিভার ভিত্তিতে, দীপক দুবার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন এবং একবার বিজয়ীও হন।