ট্রেন্ডি প্যাস্টেল শেড নয়, বিয়েতে সোনমের মতোই ট্রাডিশনাল লালে ভরসা রেখেছেন এরাও
Last Updated:
advertisement
1/8

অনুষ্কা শর্মা থেকে মীরা রাজপুত, আসিন, সামান্থা রুথ প্রভু। বিয়ের দিন ট্রাডিশনাল লাল রং ছেড়ে ট্রেন্ডি প্যাস্টেল শেড বেছে নিয়েছেন সকলেই। ফ্যাশনিস্তা সোনম কাপুর কিন্তু সেই পথে হাঁটেননি। বিয়ের আসরে চিরন্তন লালেই ভরসা রেখেছেন তিনি। দেখে নিন সোনমের মতো কারা লাল রঙেই সেজেছিলেন বিয়ের দিন। Courtesy: Instagram
advertisement
2/8
সব্যসাচীর লাল লেহঙ্গাতে সেজে বিয়ের আসরে বসেছিলেন বিপাশা বসু। ফাইল চিত্র।
advertisement
3/8
বিদেশি জেন গুডএনাফকে বিয়ে করে বিদেশেই সংসার পেতেছেন প্রীতি জিন্টা। বিয়ের আসরও ছিল বিদেশ। কিন্তু প্রীতির পরনে ছিল ট্রাডিশনাল লাল পোশাক। ফাইল ছবি।
advertisement
4/8
মণীশ মলহোত্রার লাল লেহঙ্গায় সেজে চুপিসাড়েই বিয়ে সেরে ফেলেছিলেন উর্মিলা মতন্ডকর। ফাইল ছবি।
advertisement
5/8
প্রায় এক সপ্তাহ ধরে চলা বিয়ের অনুষ্ঠানে নানা রঙের পোশাক পরেছিলেন গীতা বসরা। কিন্তু হরভজন সিং-এর সঙ্গে গাঁটছড়া বাঁধার সময় লাল ছাড়া কিছু ভাবতেই পারেননি গীতা। ফাইল ছবি।
advertisement
6/8
বিয়ের সময় এষা দেওল পরেছিলেন নীতা লুল্লার ডিজাইন করা লাল লেহঙ্গা। ফাইল ছবি।
advertisement
7/8
ট্রাডিশনাল লাল-সবুজ লেহঙ্গাতেই বিয়েতে নজর কেড়েছিলেন জেনেলিয়া। পরে দেওরের বিয়েতেও একই লেহঙ্গা পরে ট্রোলড হন তিনি।
advertisement
8/8
আপাদমস্তক দক্ষিণী সাজে সাজলেও ট্রাডিশনাল ভারী সিল্কের বদলে বিয়েতে শিল্পা শেঠি বেছে নিয়েছিলেন লাল ডিজাইনার শাড়ি।