TRENDING:

এক লহমায় ৭০০ কোটি টাকা আয় করেছে ভিকি কৌশলের ‘ছাভা’; তবে আসল খেলা তো শুরু হবে এবার, কারণ বক্স অফিস কাঁপাতে আসছে এই ৭টি ছবি

Last Updated:
7 Most Awaited Bollywood Movies: ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ ইতিমধ্যেই ৭০০ কোটি টাকার বেশি আয় করেছে। ফলে এখনও পর্যন্ত তা চলতি বছরের সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে উঠেছে। তবে এটা তো শুধুমাত্র ট্রেলার। কারণ বলিউডে এরকম আরও ৭টি ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছরেই। যা বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দেবে বলে আশা।
advertisement
1/8
এক লহমায় ৭০০ কোটি টাকা আয় করেছে ভিকি কৌশলের ‘ছাভা’, বক্স অফিস কাঁপাতে আসছে এই ৭টি ছবি
ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ ইতিমধ্যেই ৭০০ কোটি টাকার বেশি আয় করেছে। ফলে এখনও পর্যন্ত তা চলতি বছরের সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে উঠেছে। তবে এটা তো শুধুমাত্র ট্রেলার। কারণ বলিউডে এরকম আরও ৭টি ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছরেই। যা বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দেবে বলে আশা। জেনে নেওয়া যাক, বলিউডের সেই বহু প্রতীক্ষিত ছবি কোনগুলি।
advertisement
2/8
‘সিকন্দর’: এটি একটি অ্যাকশন থ্রিলার ছবি। গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন এআর মুরুগাডস। প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। মুখ্য ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দান্না। এর পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শরমন জোশি এবং প্রতীক বব্বর। আগামী ২৮ মার্চ মুক্তি পাচ্ছে ছবিটি।
advertisement
3/8
‘জাত’: এটিও একটি অ্যাকশন থ্রিলার ধারার ছবি। পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজনা করেছেন মাইথ্রি মুভি মেকার্স এবং পিওপল মিডিয়া ফ্যাক্টর। এই ছবিতে অভিনয় করছেন রণদীপ হুডা, বিনীত কুমার সিং, প্রশান্ত বাজাজ, সৈয়ামি খের এবং রেগিনা ক্যাসান্দ্রা। আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি।
advertisement
4/8
‘ওয়ার ২’: রবিবারই যশরাজ ফিল্মস সীলমোহর দিয়ে জানিয়েছে যে, তাদের স্পাই ইউনিভার্সের পরবর্তী ইনস্টলমেন্ট ‘ওয়ার ২’ সারা বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে আসতে চলেছে আগামী ১৪ অগাস্ট ২০২৫ তারিখে। ২০১৯-এ মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’-এর সিক্যুয়েলটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। হৃতিক রোশন অভিনয় করছেন। সেই সঙ্গে থাকছেন জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডবাণীও।
advertisement
5/8
‘সিতারে জমিন পর’: আরএস প্রসন্ন পরিচালিত এবং আমির খান ও কিরণ রাও প্রযোজিত এই ছবিটি আসলে স্পোর্টস ড্রামা ধারার ছবি। আমির খানের ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল এটি। শুধু তা-ই নয়, স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন্স’ (২০১৮)-র রিমেক হতে চলেছে ‘সিতারে জমিন পর’। মুখ্য ভূমিকায় দেখা যাবে আমির খান ও জেনেলিয়া ডিসুজাকে। আগামী ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।
advertisement
6/8
‘হাউজফুল ৫’: তরুণ মনসুখানি পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবিটি কমেডি ধারার ছবি। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট প্রোডাকশন ব্যানারেই আসছে ছবিটি। ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ইনস্টলমেন্ট এটি। এই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ববি দেওল, ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, দিনো মোরিয়া, শ্রেয়স তালপাড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফকরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা এবং চাঙ্কি পাণ্ডেকে। আগামী ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
advertisement
7/8
‘জলি এলএলবি ৩’: সুভাষ কাপুর পরিচালিত ব্ল্যাক কমেডি লিগ্যাল ড্রামা ফিল্ম ‘জলি এলএলবি ৩’। আসলে ‘জলি এলএলবি’ সিরিজের তৃতীয় ইনস্টলমেন্ট এটি। অভিনয় করেছেন অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি, অমৃতা রাও, হুমা কুরেশি, সৌরভ শুক্লা এবং অন্নু কাপুর। স্টার স্টুডিও-র তরফে ভারতে এই ছবি আনা হচ্ছে চলতি বছরের অগাস্ট মাসে।
advertisement
8/8
‘আলফা’: যশরাজ ফিল্ম সের পরবর্তী স্পাই ইউনিভার্স ছবি হল ‘আলফা’। মুখ্য ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাট এবং শর্বরীকে। আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে মুক্তি পাচ্ছে এটি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
এক লহমায় ৭০০ কোটি টাকা আয় করেছে ভিকি কৌশলের ‘ছাভা’; তবে আসল খেলা তো শুরু হবে এবার, কারণ বক্স অফিস কাঁপাতে আসছে এই ৭টি ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল