Bengali Movie: প্রকাশ্যে এল বিক্রম-শোলাঙ্কির নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে'-এর পোস্টার
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
অপেক্ষার অবসান। অবশেষে রবিবার প্রকাশ্যে এল বিক্রম-শোলাঙ্কির নতুন ছবি "শহরের উষ্ণতম দিনে"-এর পোস্টার। পাশাপাশি প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন।
advertisement
1/6

অপেক্ষার অবসান। অবশেষে রবিবার প্রকাশ্যে এল বিক্রম-শোলাঙ্কির নতুন ছবি "শহরের উষ্ণতম দিনে"-এর পোস্টার। পাশাপাশি প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন।
advertisement
2/6
চলতি মাসে ৩০ তারিখে বড়ো পর্দায় মুক্তি পাবে এই ছবি। পরমব্রত চট্টোপাধ্যায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায়ের প্রযোজযিত এই ছবিটি পরিচালনা করেছেন অরিত্র সেন।
advertisement
3/6
ছবির পোস্টারে রোমান্টিক লুকে দেখা গিয়েছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শোলাঙ্কি রায় কে। এই ছবিতে বিক্রমের চরিত্রের নাম ঋতবান। ২৮ বছর বয়সের একজন ফটোগ্রাফার সে। পি এইচ ডি স্কলারও। অন্যদিকে এই ছবিতে শোলাঙ্কির চরিত্রের নাম অনিন্দিতা। ২৮ বছরের একজন ঝলমলে রেডিও জকি সে।
advertisement
4/6
শহরের প্রতি ভালবাসার টানে কলকাতাতেই থেকে গিয়েছে অনিন্দিতা। অনিন্দিতা চেয়েছিল বিদেশে পড়তে যেতে, কিন্তু তা সম্ভব হয়নি তা! একদিকে সে যেমন আত্মবিশ্বাসী, অন্যদিকে পুরনো প্রেম, বন্ধুত্ব গুলোও তার কাছে বড্ড দামি।
advertisement
5/6
এই ছবিতে অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনামিকা চক্রবর্তী, রাহুল দেব বোস, অনিন্দ্য চট্টোপাধ্যায়।
advertisement
6/6
ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস, লগ্নজিতা চক্রবর্তী, অর্নব দাস। ছবিটির সঙ্গীত পরিচালক নবারুন বোস। সিনেমাটোগ্রাফি করেছেন বাসুদেব চক্রবর্তী।