TRENDING:

Nana Patekar-Manisha Koirala Love Story: অন্য নায়িকাকে নিয়ে বন্ধ ঘরে ধরা পড়েন হাতেনাতে! তবু মনীষাকে আজও ভোলেননি নানা

Last Updated:
Nana Patekar-Manisha Koirala Love Story নানা-মনীষার গল্প অনায়াসেই হার মানায় বলিউডি চিত্রনাট্যকে। প্রেম, বিচ্ছেদ, ঈর্ষা- তাঁদের সম্পর্ক এক সময়ে চর্চার রসদ জুগিয়েছে অনেককেই।
advertisement
1/8
অন্য নায়িকাকে নিয়ে বন্ধ ঘরে ধরা পড়েন হাতেনাতে! তবু মনীষাকে আজও ভোলেননি নানা
বলিউডে নায়ক-নায়িকার প্রেমের কিস্সা কিছু নতুন নয়। পর্দার ভালবাসা অনেক ক্ষেত্রেই ছাপ ফেলেছে বাস্তবে। বিশ্বনাথ ওরফে নানা পাটেকর এবং মনীষা কৈরালাও একই পথে হেঁটেছিলেন এক সময়। দু'জনের গল্প অনায়াসেই হার মানায় বলিউডি চিত্রনাট্যকে। প্রেম, বিচ্ছেদ, ঈর্ষা- তাঁদের সম্পর্ক এক সময়ে চর্চার রসদ জুগিয়েছে অনেককেই।
advertisement
2/8
সাল ১৯৯৬। 'অগ্নিসাক্ষী'র সেটে দু'জনের দেখা। তখন সদ্য অভিনেতা বিবেক মুশরানের সঙ্গে মনীষার বিচ্ছেদ হয়েছে। তখনই তাঁর মনে মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছিলেন নানা। তাঁর 'নায়কসুলভ' চেহারা ছিল না কখনওই। কিন্তু অভিনেতার ক্যারিশ্মাতেই বুঁদ হয়েছিলেন সুন্দরী অভিনেত্রী। ছবির শ্যুট চলাকালীনই সম্পর্কে জড়ান তাঁরা।
advertisement
3/8
সঞ্জয় লীলা বনশালীর 'খামোসি' ছবিতে আরও একবার জুটি বাঁধেন তাঁরা। দু'জনের রসায়ন নিয়ে তখন চর্চার শেষ ছিল না। তখন আর প্রেম নিয়ে কোনও রাখঢাক করেননি মনীষা। জানিয়ে দিয়েছিলেন, নানার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। অভিনেতাও তখন আর স্ত্রী নীলাকান্তির সঙ্গে থাকছিলেন না।
advertisement
4/8
নানা-মনীষার প্রেমের পথটা যদিও বিশেষ মসৃণ ছিল না। নানা কারণে দু'জনের মতবিরোধ হত। শোনা যায়, মনীষাকে বিয়ে করতে রাজি ছিলেন না নানা। আর তা নিয়ে বিবাদ পৌঁছে যেত চরমে। মনীষার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি অভিনেত্রী আয়েশা জুলকার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন নানা।
advertisement
5/8
আয়েশার সঙ্গে নানার ঘনিষ্ঠতার খবর চাপা থাকেনি। বিষয়টি জানতে পারেন মনীষা। শুধু তাই নয়। একাধিক সংবাদমাধ্যমের দাবি, একটি বন্ধ ঘরে আয়েশার সঙ্গে নানাকে ধরে ফেলেন মনীষা। তার পরেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
advertisement
6/8
আয়েশার সঙ্গে নানার সম্পর্কও টেকেনি। তবে বিচ্ছেদের বহু বছর পরেও মনীষাকে ভুলতে পারেননি অভিনেতা। এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকার ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।
advertisement
7/8
নানা বলেছিলেন, "ও খুবই সংবেদনশীল একজন অভিনেত্রী। সকলের সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজন ওর নেই। ওর সব আছে। আর তা যথেষ্ট।"
advertisement
8/8
বহু বছর আগেই নানা-মনীষার প্রেম ভেঙেছে। তাঁরা নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছেন নিজেদের। তবু দুই তারকার প্রেমের আখ্যান নিয়ে চর্চা আজও থামেনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nana Patekar-Manisha Koirala Love Story: অন্য নায়িকাকে নিয়ে বন্ধ ঘরে ধরা পড়েন হাতেনাতে! তবু মনীষাকে আজও ভোলেননি নানা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল