Kapil Sharma Show: সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে কপিল শর্মার শো? আসল রহস্য ফাঁস করলেন কিকু! অনুরাগীদের জন্য বড় চমক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Kapil Sharma Show: অর্চনার পোস্টের পর থেকেই শুরু হয় শোরগোল। তবে কি শেষ হয়ে যাচ্ছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। মন ভার হয়ে যায় অনুরাগীদের।
advertisement
1/8

দু মাসের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য গ্রেটইন্ডিয়ান কপিল শো’। কপিল শর্মার শোয়ের অনুরাগীদের শুনেই ভারাক্রান্ত হয়েছিল মন। দু:খের খবরের সঙ্গে সঙ্গেই এল খুশির খবরও। বিখ্যাত এই কমেডি শো বন্ধ হচ্ছে ঠিকই, তবে তা ক্ষণিকের বিরতি।
advertisement
2/8
কপিল শর্মা শোয়ের বিশেষ আসনে উপস্থিত থাকেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং। বৃহস্পতিবার তিনি সমাজমাধ্যমে একটি কেক কাটার ছবি পোস্ট করে লেখেন, ‘‘সিজন শেষ হল’’।
advertisement
3/8
অর্চনার এই পোস্টের পর থেকেই শুরু হয় শোরগোল। তবে কি শেষ হয়ে যাচ্ছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। মন ভার হয়ে যায় অনুরাগীদের।
advertisement
4/8
এই প্রশ্নেরই সঠিক উত্তর দিলেন শোয়ের আর এক মহারথী কিকু সারদা। News 18 শোশা-কে দেওয়া এক সাক্ষাত্কারে কিকু সারদা নিশ্চিত করলেন শো শেষ হচ্ছে বটে তবে তা ক্ষণিক বিরতি।
advertisement
5/8
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ প্রথম সিজন শেষ হলেও খুব শীগগিরই দ্বিতীয় সিজন নিয়ে উপস্থিত হবেন কপিল, সুনীল, কৃষ্ণা অভিষেক-সহ অন্যান্যরা।
advertisement
6/8
৩০ মার্চ নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের প্রিমিয়ার হয়েছিল। ছিলেন রণবীর কাপুর, নীতু কাপুর এবং ঋদ্ধিমা কাপুর সাহনি। দ্বিতীয় পর্বে, রোহিত শর্মা এবং শ্রেয়াস আইয়ারআসেন। দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া তাঁদের সদ্য মুক্তি প্রাপ্ত অমর সিং চামকিলার প্রমোশনে আসেন।
advertisement
7/8
সম্প্রতি নেটফ্লিক্সে কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে উপস্থিত হয়েছিলেন বলিউডের সুপারস্টার আমির খান। বি-টাউনে তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেও প্রসিদ্ধ।
advertisement
8/8
রিপোর্ট অনুযায়ী, কপিল এই মুহূর্তে ২৮০ থেকে ৩০০ কোটি টাকার মালিক। প্রতি এপিসোডে কাজ করার জন্য ৫০ লক্ষ টাকা চার্জ কপিলের।