TRENDING:

Highest paid Indian actor: ৩ 'খান' ফেল, 'বাহুবলী' প্রভাসও পিছিয়ে, এই সুপারস্টারের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে!

Last Updated:
এই অভিনেতার পারিশ্রমিকের কাছে ফেল বলিউডের তাবড় তাবড় তারকা। তাঁর বন্ধুবান্ধব এবং পরিবারের সকলে তাঁকে 'জো' বলে ডাকে। তিনি হলেন তামিল সিনেমার বড় নাম থালাপথি বিজয়।
advertisement
1/7
৩ 'খান' ফেল, প্রভাসও পিছিয়ে, এই সুপারস্টারের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে!
বলিউড ইন্ডাস্ট্রিকে সবচেয়ে ব্যয়বহুল ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচনা করা হয়। কারণ অভিনেতাদের পারিশ্রমিক ও ছবির বাজেট। অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার থেকে শুরু করে আমির খানের পারিশ্রমিক এত বেশি যে কখনও কখনও এই অভিনেতাদের পারিশ্রমিক ছবির বাজেটের চেয়েও বেশি হয়ে যায়। তবে এই সংখ্যা লাখ নয়, ১০০ কোটি ছুঁয়েছে। কিন্তু জানেন কি তিন খান ও প্রভাসের মতো 'বাহুবলী'কে পেছনে ফেলে দেশের সবচেয়ে দামি সুপারস্টার কে?
advertisement
2/7
এই সুপারস্টারের বয়স ৪৮ বছর। তিনি গত ২৭ বছর ধরে চলচ্চিত্রে জগতে রাজ করেছেন এবং প্রায় ৬৬টি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই অভিনেতার পারিশ্রমিকের কাছে ফেল বলিউডের তাবড় তাবড় তারকা। তাঁর বন্ধুবান্ধব এবং পরিবারের সকলে তাঁকে 'জো' বলে ডাকে। তিনি হলেন তামিল সিনেমার বড় নাম থালাপথি বিজয়।
advertisement
3/7
এই সুপারস্টারের বয়স ৪৮ বছর। তিনি গত ২৭ বছর ধরে চলচ্চিত্রে জগতে রাজ করেছেন এবং প্রায় ৬৬টি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই অভিনেতার পারিশ্রমিকের কাছে ফেল বলিউডের তাবড় তাবড় তারকা। তাঁর বন্ধুবান্ধব এবং পরিবারের সকলে তাঁকে 'জো' বলে ডাকে। তিনি হলেন তামিল সিনেমার বড় নাম থালাপথি বিজয়।
advertisement
4/7
এজিএস এন্টারটেইনমেন্ট এর আগে ২০১৯ সালে অ্যাটলির সঙ্গে বিজয়ের ব্লকবাস্টার ফিল্ম বিগিল তৈরি করেছিল, যা ৩০০ কোটি টাকা আয় করেছিল। ভেঙ্কট প্রভু থালাপ্যাথি বিজয়ের সঙ্গে তাঁর ছবি করতে চলেছেন বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে তা ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
5/7
খবর অনুযায়ী, এই ছবিটির জন্য তিনি ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা। তবে এই খবর এখনও নিশ্চিত করা হয়নি। বিজয় ভেঙ্কট প্রভুর সঙ্গে তাঁর পরবর্তী ছবি 'থালাপ্যাথি ৬৮'-এ কাজ করবেন বলে আশা করা হচ্ছে। পরিচালক 'মানাডু', 'মনকথা', 'মনমাধাই লীলা'-এর মতো জনপ্রিয় সব ছবি বানিয়েছেন।
advertisement
6/7
থালাপথি বিজয় বর্তমানে তাঁর ব্লকবাস্টার ছবি 'লিও'-এর শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ত্রিশা কৃষ্ণন। পাশাপাশি রয়েছেন সঞ্জয় দত্ত। তাঁকে আবারও এই ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে।
advertisement
7/7
চলতি বছরের ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে 'লিও'। এই তামিল ছবি হিন্দি, কন্নড় ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। বিজয় এই ছবির পারিশ্রমিক হিসেবে প্রায় ১২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ছবিটির বাজেট প্রায় ৩০০ কোটি টাকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Highest paid Indian actor: ৩ 'খান' ফেল, 'বাহুবলী' প্রভাসও পিছিয়ে, এই সুপারস্টারের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল