TRENDING:

Serial Actor Death: মর্মান্তিক! ‘ত্রিনয়নী’র নায়িকার মৃত্যুর পর আত্মঘাতী অনস্ক্রিন স্বামী, অভিনেতার স্ত্রীর বিস্ফোরক মন্তব্যে ধোঁয়াশা

Last Updated:
Serial Actor Death: চন্দ্রকান্তের বাবার পুলিশকে দেওয়া একটি বিবৃতি অনুসারে, অভিনেত্রীর অকালমৃত্যুর পর থেকেই হতাশায় ভুগছিলেন তিনি। চন্দ্রকান্ত এবং পবিত্রা ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতেন।
advertisement
1/12
মর্মান্তিক! ত্রিনয়নী নায়িকার মৃত্যুর পর আত্মঘাতী নায়ক, স্ত্রীর মন্তব্যে ধোঁয়াশা!
মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল তেলুগু টেলিভিশন অভিনেতা চন্দ্রকান্তের। চান্দু নামেই বেশি পরিচিত তিনি। অভিনেতার মৃতদেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকেই। তেলঙ্গনার আলকাপুরে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।
advertisement
2/12
শুক্রবার তাঁর মৃত্যুর খবর তেলেগু টেলিভিশন ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছে। অদ্ভুত ঘটনা, দিন কয়েক আগে মারাত্মক পথদুর্ঘটনায় তাঁর সহ-অভিনেত্রী, নায়িকা পবিত্রা জয়রামের মৃত্যু হয়েছে। তার পরই নায়কের আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এল।
advertisement
3/12
চন্দ্রকান্তের বাবার পুলিশকে দেওয়া একটি বিবৃতি অনুসারে, অভিনেত্রীর অকালমৃত্যুর পর থেকেই হতাশায় ভুগছিলেন তিনি। চন্দ্রকান্ত এবং পবিত্রা ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতেন।
advertisement
4/12
পর্দায় তাঁরা স্বামী-স্ত্রী হয়েছিলেন। মর্মান্তিক ঘটনায় পবিত্রার মৃত্যুর পর তেলঙ্গনার রাঙ্গারেডি জেলার আলকাপুরে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
advertisement
5/12
দক্ষিণী সংবাদমাধ্যমের রিপোর্টে ইঙ্গিত মিলেছে, অভিনেতা চন্দ্রকান্তকে আলকাপুরের যে বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে, সেখানেই তিনি এবং পবিত্রা সহবাস করতেন। তিনি পবিত্রার অকালমৃত্যুতে গভীর শোকাহত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান।
advertisement
6/12
গত রবিবার, ১২ মে, হায়দরাবাদে, পবিত্রার গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ লাগে। আর সেখানেই প্রাণ হারান অভিনেত্রী। জানা যায়, দুর্ঘটনার সময় পবিত্রার সঙ্গে ছিলেন তাঁর বোন অপেক্ষা, ড্রাইভার শ্রীকান্ত এবং চন্দ্রকান্ত।
advertisement
7/12
পবিত্রার মৃত্যুর পর শোক জ্ঞাপন করেছিলেন অভিনেতা। শেষ ইনস্টাগ্রাম পোস্টে পবিত্রার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানোর পরই দু’জনের সম্পর্কের বিষয়ে গুজব ছড়িয়েছিল।
advertisement
8/12
একটি পোস্টে লেখা ছিল, ‘পাপা (পবিত্রাকে যে নামে ডাকতেন) এটাই আমাদের একসঙ্গে তোলা শেষ ছবি। তোমাকে ছাড়া আমি পারছি না আর। শুধু একবার আমাকে 'মাম্মা' বলে ডাকো প্লিজ। ফিরে এসো।’
advertisement
9/12
চন্দ্রকান্তের স্ত্রী শিল্পা এই দুর্ঘটনার পর মুখ খুলেছেন। কান্নায় ভেঙে পড়ে জানিয়েছেন, দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একসঙ্গে থাকতেন তাঁরা। সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকেই সম্পর্কের সূচনা।
advertisement
10/12
শিল্পা জানান, চন্দ্রকান্ত তাঁকে এবং তাঁদের সন্তানদের পাঁচ বছর আগে ছেড়ে চলে গিয়েছিলেন, কেবলমাত্র পবিত্রার জন্য। তারপর থেকে আর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেননি। শিল্পার কথায় জানা যায়, পবিত্রার আগেও একাধিক বার বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিলেন চন্দ্রকান্ত।
advertisement
11/12
শিল্পার মতে, পবিত্রার সঙ্গে সম্পর্কই চন্দ্রকান্তের পতনের কারণ। এদিকে পবিত্রার এর আগে একটি বিয়ে ছিল। দু’টি সন্তানও রয়েছে।
advertisement
12/12
DISCLAIMER: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata).
বাংলা খবর/ছবি/বিনোদন/
Serial Actor Death: মর্মান্তিক! ‘ত্রিনয়নী’র নায়িকার মৃত্যুর পর আত্মঘাতী অনস্ক্রিন স্বামী, অভিনেতার স্ত্রীর বিস্ফোরক মন্তব্যে ধোঁয়াশা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল