Shruti Das-Swornendu Samaddaar Wedding : বহু ভক্তের হৃদয় ভেঙে বিয়ের পিঁড়িতে ‘রাঙাবউ’! চুপিচুপি শুভ পরিণয় অভিনেত্রী শ্রুতি দাসের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Shruti Das-Swornendu Samaddaar Wedding : ইতিমধ্যেই নিজের পদবীর সঙ্গে স্বর্ণেন্দুর পদবী যোগ করে ফেসবুকে নিজের নাম পাল্টে ফেলেছেন শ্রুতি। রবিবার, গত ৯ জুলাই টালিগঞ্জের এক ক্লাবে বিয়ে সেরেছেন তাঁরা।
advertisement
1/7

টেলিপাড়ার জনপ্রিয় পরিচালক-নায়িকা জুটি। তাঁদের প্রেমে মুখর টালিগঞ্জের স্টুডিও পাড়া। এর আগেও বিয়ের গুঞ্জন শোনা গিয়েছে। তবে এবার একেবারে চুপচাপ কাউকে না জানিয়ে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।
advertisement
2/7
সোমবার ভোর রাতে শ্রুতির ফেসবুকে হঠাৎ পোস্ট, ‘মিস থেকে মিসেস হলাম’। তার সঙ্গে একটি সাদা রঙের কেকের ছবি। কেকের সামনে রাখা এক তোড়া লাল গোলাপ। এই পোস্টেই স্বর্ণেন্দুকে ট্যাগ করলেন শ্রুতি।
advertisement
3/7
অন্যদিকে স্বর্ণেন্দু ফেসবুক স্টেটাসে নিজেকে ‘বিবাহিত’ তকমা দিলেন। দুই তারকার কেউই এই আনন্দের দিনে এখনও পর্যন্ত নিজেদের ছবি পোস্ট করেননি।
advertisement
4/7
তবে শ্রুতি আরও একটি ছোট্ট ভিডিও ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, দু’টি হাত দু’টি পানীয়ের গ্লাস ধরে। একে অপরের সঙ্গে গ্লাস ঠেকিয়ে আবার সরিয়ে নিয়ে যাচ্ছেন। স্বর্ণেন্দুকে ট্যাগ করে সেই পোস্টে লেখা, ‘চিয়ার্স’।
advertisement
5/7
অর্থাৎ নায়িকা শ্রুতি দাস এখন পাকাপাকি ভাবে ‘রাঙা বউ’ তকমা পেলেন। বিয়ে করলেন ১৪ বছরের বড় প্রেমিককে। এর আগে জানিয়েছিলেন, গ্রীষ্মকালে বিয়ে তিনি করতে চান না। ভরা শীতেই অনুষ্ঠান করে বিয়ে করতে চান।
advertisement
6/7
তবে ভরা বর্ষায় চারহাত এক হল নায়িকা ও পরিচালকের। চুপিসারে বিয়ে করে নিলেন শ্রুতি-স্বর্ণেন্দু। তবে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেননি। সম্ভবত আইনি বিয়ে সেরে পার্টি দিয়েছিলেন তাঁরা। এবার অপেক্ষা, নবদম্পতি হিসেবে তাঁদের প্রথম ছবির।
advertisement
7/7
ইতিমধ্যেই নিজের পদবীর সঙ্গে স্বর্ণেন্দুর পদবী যোগ করে ফেসবুকে নিজের নাম পাল্টে ফেলেছেন শ্রুতি। রবিবার, গত ৯ জুলাই টালিগঞ্জের এক ক্লাবে বিয়ে সেরেছেন তাঁরা।