TRENDING:

শুটিং বন্ধই , কী বলছেন ‘মহাদেব’-‘গোবিন্দ’রা ?

Last Updated:
advertisement
1/13
শুটিং বন্ধই , কী বলছেন ‘মহাদেব’-‘গোবিন্দ’রা ?
গত শনিবার থেকে টেলি পাড়ায় শুটিং বন্ধ। চরম অচলাবস্থা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের দফায় দফায় বৈঠকের পরও কোনও সমাধান সূত্র বের হয়নি। কী বলছেন টেলি সিরিয়ালের অভিনেতারা ? জেনে নিন- ছবি: নিউজ এইটিন ৷
advertisement
2/13
গত ১৮ জুন থেকে শুরু হয়েছে পৌরাণিক কাহিনি অবলম্বনে ‘ওম নমঃ শিবায়’৷ এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধ ৷ বন্ধ এই পৌরাণিক ধারাবাহিকের শুটিংও ৷ ছবি:গৌরব মণ্ডল ৷
advertisement
3/13
তাই এই ধারাবাহিকের সম্প্রচারও বন্ধ ৷ এই ধারাবাহিকের মূল চরিত্রের অভিনেতা গৌরব মণ্ডল বলেন,‘‘আমরা অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷’’ ছবি সৌজন্যে : গৌরব মণ্ডল ৷
advertisement
4/13
‘‘তবে আমি প্রচণ্ড পজিটিভ মানুষ ৷ তাই আমি মনে করি খুব তাড়াতাড়ি সমস্ত ধারাবাহিকের কাজ শুরু হবে ৷ আমার মনে হয় আমাদের সবার জন্য ভাল কিছু অপেক্ষা করছে ৷’’ছবি সৌজন্যে : গৌরব মণ্ডল ৷
advertisement
5/13
অন্যদিকে, ‘প্রতিদান’ ধারাবাহিকের নায়ক রেজওয়ান রাব্বানি শেখ ওরফে সানি বললেন, ‘‘হতাশায় ভুগছি ৷’’ ছবি: রেজওয়ান রাব্বানি শেখ ৷
advertisement
6/13
‘‘রিপিট টেলিকাস্ট দেখানো হচ্ছে ৷ যেটা কিন্ত দর্শকরা ভাল ভাবে নিচ্ছেন না ৷ তাঁরা সোশ্যাল মিডিয়ায় সে কথা লিখে পাঠাচ্ছেন ৷’’ছবি: রেজওয়ান রাব্বানি শেখ ৷
advertisement
7/13
‘‘আশা করছি খুব তাড়াতাড়ি ব্যাপারটা সমাধান হবে ৷’’ছবি: রেজওয়ান রাব্বানি শেখ ৷
advertisement
8/13
রোহন ভট্টাচার্য, যিনি সবার কাছে এখন ‘গোবিন্দ’ হিসেবেই পরিচিত ৷ ছবি সৌজন্যে : রোহন ভট্টাচার্য ৷
advertisement
9/13
‘ভজগোবিন্দ’ধারাবাহিকের নায়ক তিনি ৷ রোহন বললেন, ‘‘শুটিং বন্ধ সেটা খুব খারাপ বিষয় ৷ নিজেদের সঙ্গত দাবি-দাওয়া জানাচ্ছেন শিল্পীরা ৷’’ ছবি সৌজন্যে : রোহন ভট্টাচার্য ৷
advertisement
10/13
‘‘কিন্তু আমার এমন কোনও সমস্যা হয়নি ৷ কেননা আমি যে প্রোডাকশন হাউজে কাজ করি ৷ সেখানে আর্টিস্টদের পেমেন্ট নিয়ে কোনও সমস্যাই হয়নি ৷ শিল্পীদের পেমেন্ট হয়ে যায় ৫ তারিখের মধ্যেই ৷’’ ছবি সৌজন্যে : রোহন ভট্টাচার্য ৷
advertisement
11/13
অন্যদিকে, ‘বকুলকথা’র ‘দুষ্টু লোক’‘কুণাল’ ওরফে শুভজিৎ কর ৷ যাঁকে ‘অর্ধাঙ্গিনী’ধারাবাহিকে ‘দেব’ চরিত্রেও দেখা যায় ৷ ছবি সৌজন্যে : শুভজিৎ কর ৷
advertisement
12/13
তাঁর মত,‘‘শিল্পীদের প্রচণ্ড সমস্যা হচ্ছিল ৷ সেই কারণেই তাঁরা সামান্য দাবিটুকু মেটানোর জন্য প্রযোজকদের কাছে আবেদন জানিয়েছিলেন ৷’’ছবি সৌজন্যে : শুভজিৎ কর ৷
advertisement
13/13
‘‘কিন্তু প্রযোজকরা তা জেদের জায়গাতে নিয়ে গিয়েছেন ৷ শুটিং বন্ধ বলে আমাদের প্রচণ্ড সমস্যা হচ্ছে ৷’’ ছবি সৌজন্যে : শুভজিৎ কর ৷ অনুলিখন: অমৃত হালদার ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
শুটিং বন্ধই , কী বলছেন ‘মহাদেব’-‘গোবিন্দ’রা ?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল