Tejashree Thakur: লকডাউনে রাস্তায় সার্ভে করতেন, সেই মেয়ে এখন মানুষের ঘরে ঘরে! নায়িকার কাহিনি জানুন
- Published by:Teesta Barman
- local18
Last Updated:
Tejashree Thakur: স্নাতক স্তরের পড়াশোনা করতে করতেই হিন্দি ধারাবাহিক ‘মেরি আওয়াজ হি মেরি আনজাহ হ্যায়’-তে খলনায়িকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া হিন্দি-মারাঠি একাধিক মেগাতে কাজ করেছেন তেজশ্রী।
advertisement
1/6

পেশার সঙ্গে নিজের শিল্প দক্ষতাকে ছোট থেকেই মিলিয়ে দিয়েছেন তেজশ্রী ঠাকুর। হয়তো জীবনে অসংখ্য কাজ তিনি করেননি, কিন্তু মারাঠি অভিনেত্রী ইতিমধ্যেই অসংখ্য মানুষের মন ছুঁয়ে গিয়েছেন। বিশ্বাসযোগ্য অভিনয়ের কারণে আজ তিনি মুম্বইয়ের মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন।
advertisement
2/6
সোশ্যাল মিডিয়ায় তেজশ্রীর আধিপত্য চোখে পড়ার মতো। বেশ সক্রিয় তিনি। নানা ধরনের ছবি পোস্ট করতে থাকেন কয়েক দিন অন্তর। তেজশ্রীর জন্ম মুম্বইয়ের এক মধ্যবিত্ত পরিবারে। রাম নারায়ণ রুইয়া কলেজে পড়াশোনা করেছেন নায়িকা।
advertisement
3/6
কেবল তা-ই নয়, ভরতনাট্যম নৃত্যকলায় অত্যন্ত পারদর্শী তিনি। বাবা-মা বুঝতে পারেন, মেয়ে নৃত্যশিল্পে খ্যাতি অর্জন করাত ক্ষমতা রাখে। তাই মেয়েকে নাচে কেরিয়ার তৈরিতে উৎসাহ দেন তাঁরা।
advertisement
4/6
স্নাতক স্তরের পড়াশোনা করতে করতেই হিন্দি ধারাবাহিক ‘মেরি আওয়াজ হি মেরি আনজাহ হ্যায়’-তে খলনায়িকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া হিন্দি-মারাঠি একাধিক মেগাতে কাজ করেছেন তেজশ্রী। তবে হিন্দির থেকে মারাঠি মেগা দিয়েই মানুষের কাছাকাছি পৌঁছেছেন তিনি।
advertisement
5/6
নায়িকার কথায়, ‘‘আমি ৯-৫টার চাকরি করতে পছন্দ করতে পারতাম না। লকডাউনের সময়ে বাবা মায়ের কাছ থেকে হাতখরচাটাও নিতে ইচ্ছে করত না। তাই মুম্বইয়ের বাইকুল্লাতে সার্ভের কাজ নিই।’’
advertisement
6/6
এমনও দিন গিয়েছে সেই সময়ে লক্ষ্য থাকত দিনে ২০০ সার্ভের, কিন্তু লকডাউনের সময়ে ৫০টি সার্ভে করাও কঠিন হয়ে দাঁড়াত। তাও কাজ চালিয়ে গিয়েছেন তেজশ্রী।