মিষ্টি কুকুরছানাদের সঙ্গে সময় কাটান তারা! ছবিগুলি দেখে মন ভরল পশুপ্রেমীদের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Tara Sutaria - ইনস্টাগ্রামে তারা নিজেই শেয়ার করেছেন প্রিয় চারপেয়ের সঙ্গে তাঁর কিছু ছবি। পশুপ্রেমীদের মন জয় করেছে ছবিগুলি।
advertisement
1/8

বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে জনপ্রিয় নাম তারা সুতারিয়া। দিনের অনেকটা সময় তারা কাটান তাঁর প্রিয় পোষ্যের সঙ্গে। সেই সব চিত্রই ধরা পড়ল।
advertisement
2/8
ইনস্টাগ্রামে তারা নিজেই শেয়ার করেছেন প্রিয় চারপেয়ের সঙ্গে তাঁর কিছু ছবি। পশুপ্রেমীদের মন জয় করেছে ছবিগুলি।
advertisement
3/8
ছোট্ট সারমেয় ছানাকে তোয়ালেতে জড়িয়ে সুসময় কাটাচ্ছেন। আদতেই পেট লাভার তিনি।
advertisement
4/8
শান্তির ঘুম এমনই হয়। প্রিয় ছানার সঙ্গে ঘুম। ওদের ভালবাসায় কোনও ভেজাল নেই যে!
advertisement
5/8
আনন্দের হাসি। নিরীহ চোখে তারার দিতে তাকিয়ে সারমেয়টি। রাস্তাতেই খুদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন তারা।
advertisement
6/8
সারমেয়দের বিশ্বাস অর্জন করলে আর কিছু দরকার পড়ে না। ওদের সঙ্গে কাটানো সব সময় সুখের।
advertisement
7/8
খুদে কুকুরছানাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন তারা। এই খুদের দেখা মিলেছে ছবির সেটেই।
advertisement
8/8
রাস্তায়ও সারমেয়দের দেখলে নিজেকে আটকাতে পারেন না তারা। সঙ্গে সঙ্গে আদর শুরু।