‘শর্ট স্কার্ট পরিয়ে আমায়...’; শ্যুটিং ফ্লোরে গা ঢাকার উপায় ছিল না, বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে তনুশ্রীর জবানবন্দি আতঙ্কে ফেলবে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Tanushree Dutta Says Vivek Agnihotri Didn't Allow Her to Wear a Robe on Set: #MeToo আন্দোলনের রেশ এখন আর নেই। তার পরেও পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে কেন সমালোচনায় সরব বলিউডের এক সময়ের ডাকসাইটে নায়িকা তনুশ্রী দত্ত?
advertisement
1/5

#MeToo আন্দোলনের রেশ এখন আর নেই। তার পরেও পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে কেন সমালোচনায় সরব বলিউডের এক সময়ের ডাকসাইটে নায়িকা তনুশ্রী দত্ত?
advertisement
2/5
সত্যের খাতিরে বলে রাখা ভাল যে তনুশ্রীর এই বিবৃতি সাম্প্রতিক নয়। একদা ফরিদুন শাহরিয়ারকে দেওয়া তাঁর এক সাক্ষাৎকারের অংশবিশেষ নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া রেডিট-এ। সেই ভিডিওয় দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালককে নিয়ে কী অভিযোগ করেছেন নায়িকা?
advertisement
3/5
অভিযোগ দুর্ব্যবহারের, অভিযোগ অভদ্রতার। "এক দিন, যখন আমার সেটে পৌঁছতে পাঁচ মিনিট দেরি হয়েছিল, উনি খুবই বিশ্রীভাবে চেঁচালেন এবং আমায় অপেশাদার বললেন। একেকদিন সেটে এমন সময়েও পৌঁছে গিয়েছি যখন লাইটও লাগানো হত না, সেট তৈরিই থাকত না, মানে যে সব সেট আপ থাকার কথা তার কোনও কাজই হত না। অথচ যে দিন আমার পাঁচ মিনিট দেরি হল, ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট দেরি, সে দিনই উনি সেটে হাজির ছিলেন আমি এসেছি কি না তা দেখতে", জানিয়েছেন তনুশ্রী।
advertisement
4/5
এখানেই শেষ নয়। নায়িকার অভিযোগের পরবর্তী অংশ আরও বিস্ফোরক। খোলাখুলি বলছেন তনুশ্রী, ‘‘যখন শ্যুটিং হচ্ছে না, তখন শিল্পীদের ভ্যানে বসে বিশ্রাম করার কথা। বিশেষ করে আমাকে যদি ছোট জামাকাপড় পরতে দেওয়া হয়। আমি একটা রোব শুধু গায়ে জড়িয়ে বসলেও উনি বলতেন- উঁহু, এখনই শট শুরু হবে, ওটা খুলে ফেলো। শর্ট স্কার্ট পরিয়ে আমায় গোটা ইউনিটের সামনে দিনভর উনি বসিয়ে রাখতেন।’’
advertisement
5/5
তনুশ্রী যে সময়ের কথা বলছেন, সেটা ২০০৫ সাল। ওই বছর বিবেকের চকোলেট নামের ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ছবিতে তাঁর স্বল্পবসনা ভাবমূর্তি নিয়ে যথেষ্ট আলোচনাও হয়। অনেকেই তা ভাল ভাবে নিতে পারেননি। সেই কাজের অভিজ্ঞতা যে তাঁর পক্ষেও ভাল ছিল না, তেমনই দাবি করছেন নায়িকা নিজেও।