Tanushree Dutta Birthday: তুমুল নামডাক, দেদার সাহসী দৃশ্যে অভিনয়, একটি ঘটনায় কেরিয়ার শেষ বাংলার তনুশ্রীর!
- Published by:Sanchari Kar
Last Updated:
Tanushree Dutta Birthday: ২০০৫ সালে 'আশিক বনায়া আপনে'-র হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। সেই ছবিতে খুব সাবলীল ভাবে ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
advertisement
1/8

বড় পর্দায় ঝড় তুলেছিলেন এক সময়ে। 'সাহসী' দৃশ্যে অভিনয়েও ছিল না ছুৎমার্গ। তুমুল জনপ্রিয়তা পেয়েও অন্তরালে চলে গিয়েছিলেন তনুশ্রী দত্ত।
advertisement
2/8
১৯৮৪ সালে ১৯ মার্চ জামসেদপুরের এক বাঙালি পরিবারে জন্মান তনুশ্রী। ২০০৪ সালে তাঁর মাথায় মিস. ইন্ডিয়ার শিরোপা ওঠে তাঁর মাথায়। এর পর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়ও ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।
advertisement
3/8
অভিনয়কেই নিজের পেশা করবেন বলে মনস্থির করেন তনুশ্রী। ২০০৫ সালে 'আশিক বনায়া আপনে'-র হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। সেই ছবিতে খুব সাবলীল ভাবে ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
advertisement
4/8
এর পর 'চকোলেট', 'ভাগাম ভাগ', 'ঢোল', 'গুড বয় ব্যাড বয়'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেন তনুশ্রী। কিন্তু অভিনেত্রী হিসেবে যেন কিছুতেই কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিলেন না তিনি।২০১০ সালে 'অ্যাপার্টমেন্ট' ছবির পর বিদায় জানান অভিনয় জগৎকে।
advertisement
5/8
২০১৮ সালে ফের শিরোনামে আসেন তনুশ্রী। তবে কাজ নয়, বিতর্কের কারণে। অভিনেতা নানা পাটেকরকে 'মি টু' অভিযোগে বিদ্ধ করেন তিনি।
advertisement
6/8
জানান, ২০০৮ সাল 'হর্ন ওকে' ছবির শ্যুট চলাকালীন তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন নানা।
advertisement
7/8
তনুশ্রীর অভিযোগ, অন্যায়ের প্রতিবাদ করার কারণেই নাকি সেই গানটি থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাঁকে।
advertisement
8/8
তবে দমে যাওয়ার পাত্রী নন তনুশ্রী। বহু বছর পর ঘুরে দাঁড়িয়েছেন তিনি। শোনা যাচ্ছে, বলিউডে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন বঙ্গতনয়া।