TRENDING:

Tanushree Dutta Birthday: তুমুল নামডাক, দেদার সাহসী দৃশ্যে অভিনয়, একটি ঘটনায় কেরিয়ার শেষ বাংলার তনুশ্রীর!

Last Updated:
Tanushree Dutta Birthday: ২০০৫ সালে 'আশিক বনায়া আপনে'-র হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। সেই ছবিতে খুব সাবলীল ভাবে ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
advertisement
1/8
তুমুল নামডাক, দেদার সাহসী দৃশ্যে অভিনয়, একটি ঘটনায় কেরিয়ার শেষ বাংলার তনুশ্রীর!
বড় পর্দায় ঝড় তুলেছিলেন এক সময়ে। 'সাহসী' দৃশ্যে অভিনয়েও ছিল না ছুৎমার্গ। তুমুল জনপ্রিয়তা পেয়েও অন্তরালে চলে গিয়েছিলেন তনুশ্রী দত্ত।
advertisement
2/8
১৯৮৪ সালে ১৯ মার্চ জামসেদপুরের এক বাঙালি পরিবারে জন্মান তনুশ্রী। ২০০৪ সালে তাঁর মাথায় মিস. ইন্ডিয়ার শিরোপা ওঠে তাঁর মাথায়। এর পর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়ও ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।
advertisement
3/8
অভিনয়কেই নিজের পেশা করবেন বলে মনস্থির করেন তনুশ্রী। ২০০৫ সালে 'আশিক বনায়া আপনে'-র হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। সেই ছবিতে খুব সাবলীল ভাবে ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
advertisement
4/8
এর পর 'চকোলেট', 'ভাগাম ভাগ', 'ঢোল', 'গুড বয় ব্যাড বয়'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেন তনুশ্রী। কিন্তু অভিনেত্রী হিসেবে যেন কিছুতেই কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিলেন না তিনি।২০১০ সালে 'অ্যাপার্টমেন্ট' ছবির পর বিদায় জানান অভিনয় জগৎকে।
advertisement
5/8
২০১৮ সালে ফের শিরোনামে আসেন তনুশ্রী। তবে কাজ নয়, বিতর্কের কারণে। অভিনেতা নানা পাটেকরকে 'মি টু' অভিযোগে বিদ্ধ করেন তিনি।
advertisement
6/8
জানান, ২০০৮ সাল 'হর্ন ওকে' ছবির শ্যুট চলাকালীন তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন নানা।
advertisement
7/8
তনুশ্রীর অভিযোগ, অন্যায়ের প্রতিবাদ করার কারণেই নাকি সেই গানটি থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাঁকে।
advertisement
8/8
তবে দমে যাওয়ার পাত্রী নন তনুশ্রী। বহু বছর পর ঘুরে দাঁড়িয়েছেন তিনি। শোনা যাচ্ছে, বলিউডে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন বঙ্গতনয়া।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tanushree Dutta Birthday: তুমুল নামডাক, দেদার সাহসী দৃশ্যে অভিনয়, একটি ঘটনায় কেরিয়ার শেষ বাংলার তনুশ্রীর!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল