সৃজিত-পঙ্কজের শেরদিল! শ্য়ুটিং ফ্লোর থেকে স্মৃতি শেয়ার করলেন আর্ট ডিরেক্টর তন্ময়
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Sherdil: সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায় এবার পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করলেন আর্ট ডিরেক্টর তন্ময় চক্রবর্তী
advertisement
1/5

সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji starts shooting for Sherdil) ছবি মানেই নতুন কিছু চমক। ইতিমধ্যে বলিউডে একাধিক কাজ হয়ে গিয়েছে সৃজিতের। শেরদিল সিনেমা ছিল একেবারেই অন্যধারার এক ছবি।
advertisement
2/5
বলিউডে নিজের অভিনয়ে একের পর এক ছবি জনপ্রিয় করেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। থিয়েটার থেকে বলিউডে কাজ। সময় লাগলেও অভিনেতার জাত চিনেছে বলিউড। সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায় এবার পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করলেন আর্ট ডিরেক্টর তন্ময় চক্রবর্তী।
advertisement
3/5
সঙ্গে ছিলেন নীরজ ও সায়নী গুপ্তা। মুখ্য চরিত্রে ছিলেন তাঁরা।
advertisement
4/5
এই সিনেমায় প্রোডাকশন ডিসাইনিং এবং আর্ট ডিসাইনিং করেছিলেন তন্ময় চক্রবর্তী।
advertisement
5/5
তন্ময় চক্রবর্তী একজন প্রতিভাবান শিল্পী যিনি তাঁর আর্ট ডিজাইনিং-এর জন্য পরিচিত। রাজকাহিনী, ওয়েটিং সিটি, লক্ষ্মী ছেলে, অ্যান অ্যাঞ্জেলস কিস, দুর্গা সহায় এবং আরও অনেক কিছুর মতো সিনেমা/টিভি-সিরিজগুলিতে তাঁর অবদানের জন্য তিনি প্রশংসিত।