গৌন্ডামনি-সেন্থিলের সেই জনপ্রিয় কমেডি দৃশ্যের কথা মনে আছে তো? এখন কেমন আছেন সেই ‘সুন্দরী’?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আজকের দিনে অনেক কমেডিয়ানই এসে গিয়েছেন, তবে গৌন্ডামনি এবং সেন্থিলের জনপ্রিয়তা আলাদাই।
advertisement
1/6

আশি ও নব্বইয়ের দশকে তামিল চলচ্চিত্রের দুনিয়ায় কমেডির জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন গৌন্ডামনি এবং সেন্থিল। আজকের দিনেও এই জুটির বিষয়ে চর্চা হতে থাকে। এক কথায় বলতে গেলে তাঁদের জুটি আজও সুপারহিট।
advertisement
2/6
তামিল সিনেমায় কমেডি দুনিয়ার বেতাজ বাদশা হলেন গৌন্ডামনি এবং সেন্থিল। সমস্ত ছবিতে তাঁদের কমেডিরই জয়জয়কার হত। এমনকী তাঁরা আলাদা আলাদা ছবিতে অভিনয় করলেও সেই ছবির কমেডি দৃশ্য নিয়ে বেশ ভালই চর্চা হত। আজকের দিনে অনেক কমেডিয়ানই এসে গিয়েছেন, তবে গৌন্ডামনি এবং সেন্থিলের জনপ্রিয়তা আলাদাই।
advertisement
3/6
অভিনেতা সত্যরাজের সঙ্গে গৌন্ডামনির কমেডি দৃশ্যগুলিও বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। তাঁরা দুজনে একসঙ্গে বহু ছবিতেই অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম হল ‘মাকুটাম’। এই ছবির কমেডি দৃশ্যগুলো নিয়ে আজও চর্চা করা হয়। কারণ এই ছবিতে গুণমানসম্পন্ন কমেডি দৃশ্য দেখা গিয়েছে। ফলে তা সকল দর্শক আজও মনে করেছেন।এই ছবির এক দৃশ্যে গৌন্ডামনিকে এক সুন্দর মহিলার ছবি দেখিয়ে সেন্থিলকে বলতে শোনা যাচ্ছে যে, এটা আমার ছোট বোন। আর সেই ছবি দেখে মুগ্ধ হন গৌন্ডামনি। তিনি বিয়েতে রাজি হন।
advertisement
4/6
এই পরিস্থিতিতে বরকে দেখিয়ে সেন্থিল বলেন, “বরের দিকে তাকাও, তোমার সৌন্দর্য এসেছে।” সামনে থাকা সেন্থিলের বোন ছবির দিকে তাকিয়ে হায় হায় করে ওঠেন। আজও এই দৃশ্য ভীষণই জনপ্রিয়।
advertisement
5/6
তবে সেন্থিলের ছোট বোনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে যে সুন্দরী মেয়েটি সিনে দুনিয়ায় পদার্পণ করেছিলেন, তাঁকে মনে আছে তো? শুধু একটাই সংলাপই ছিল তাঁর। আজ সেই মেয়েই ৪৯ বছর বয়সী একজন মহিলা। যাঁর আসল নাম হল আকুম্মানি। শিক্ষিকা হিসেবে কাজ করতেন তিনি। তবে আজ কাজের দুনিয়াকে বিদায় জানিয়ে পরিবারকেই সময় দিচ্ছেন আকুম্মানি। তবে সম্প্রতি তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষই চমকে গিয়েছেন। তাঁরা সকলেই বলছেন যে, আকুম্মানি সত্যিই সুন্দরী।
advertisement
6/6
শিক্ষিকা হিসেবে কাজ করতেন তিনি। তবে আজ কাজের দুনিয়াকে বিদায় জানিয়ে পরিবারকেই সময় দিচ্ছেন আকুম্মানি। তবে সম্প্রতি তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষই চমকে গিয়েছেন। তাঁরা সকলেই বলছেন যে, আকুম্মানি সত্যিই সুন্দরী।